১০১ ইয়াবা কারবারির দেড় বছরের কারাদণ্ড

লাস্টনিউজবিডি, ২৩ নভেম্বর: কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৪ বছর আগে আত্মসমর্পণকারী ১০১ ইয়াবা কারবারির মামলায় প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
গত ১৫ নভেম্বর মামলার বিচার কাজ চলাকালীন মোট ১০১ জন আসামির মধ্যে ১৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ওই ১৭ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়। বাকী ৮৪ জন আসামিরও জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম রায়ের ব্যপারে এ তথ্য নিশ্চিত করেন।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ
- সারা দেশে ৩৩৮ ওসি রদবদল (তালিকাসহ)