কালুরঘাট সেতুতে ট্রেন লাইনচ্যুত, যান চলাচল বন্ধ

লাস্টনিউজবিডি, ২১ নভেম্বর: চট্টগ্রামের কালুরঘাট রেল কাম সড়ক সেতুর মাঝখানে লাইনচ্যুত হয়েছে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক। এতে সেতু দিয়ে গাড়ি পারাপার বন্ধ হয়ে গেছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সেতুতে লাইনচ্যুত হয় ট্রেনটির গার্ড ব্রেক।
বোয়ালখালীর গোমদ-ী ষ্টেশন মাস্টার অনুপম দে জানান, ট্রেনটি দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে গিয়েছিলো। সেখান থেকে চট্টগ্রামে ফেরার পথে কালুরঘাট সেতুর মাঝখানে গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি অন্যান্য বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। লাইনচ্যুত গার্ড ব্রেক সরিয়ে নিতে উদ্ধারকারী ক্রেন আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
কালুরঘাট সেতুতে গার্ড ব্রেক আটকে পড়ায় সেতুর দুইপাড় থেকে গাড়ি পারাপার বন্ধ হয়ে পড়েছে। এতে দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দুইপাড়ের যাত্রীরা। অনেককে হেঁটে সেতু পরাপার করতে দেখা গেছে।
জানতে চাইলে কালুরঘাট সেতুর ইজারাদার পক্ষের ম্যানেজার সেলিম জাহাঙ্গীর জানান, ক্রেন এনে গার্ডব্রেক না সড়ানো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- রোজার পণ্য আমদানিতে পর্যাপ্ত এলসি খোলা হয়েছে: কেন্দ্রীয় ব্যাংক
- মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভা
- ২০ হাজার টাকায় মিলত রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন-পাসপোর্ট
- গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক
- চবি চারুকলা বন্ধ ঘোষণা, রাত দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ
- ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের মতবিনিময়