হার্টে ছিদ্র শিশু ইশরাতের চিকিৎসা সহায়তা পেতে বাবার আকুতি

গোফরান পলাশ, পটুয়াখালী: হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া শিশু ইশরাত (৫) জন্মের পর থেকেই চিকিৎসা চালাতে হচ্ছে দর্জি ওবায়দুল্লাহর। ৫ বছরে শিশুটির চিকিৎসা ব্যয় মেটাতে সহায়সম্বলহীন এখন অসহায় পিতা ওবায়দুল্লাহ। এখন টাকার অভাবে বন্ধ ইশরাতের চিকিৎসা। তাই শিশুটিকে বাঁচাতে দেশের বিত্তবানদের কাছে অস্বচ্ছল পরিবারটির আকুতি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় বাস করেন ওবায়দুল্লাহ। তিন সন্তানের মধ্যে ১২ বছরের ছেলে বাক প্রতিবন্ধী আর ছোট মেয়ে অসুস্থ ইশরাত। সংসার খরচ মেটাতেই হিমশিম খেতে হয় তাকে। তার উপর মেয়ের চিকিৎসা করাতে এখন নিঃস্ব প্রায়।
অসহায় পিতা ওবায়দুল্লাহ বলেন, ৫ জনের সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হয়। সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছি। এখন মেয়েটার চিকিৎসা করাতে আরও ৫ লক্ষ টাকা প্রয়োজন। মেয়েটাকে বাঁচাতে আমি সবার কাছে সাহায্য চাচ্ছি।
তিনি আরও বলেন, সর্বশেষ ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলছে অতি দ্রুত ওর অপারেশন করাতে হবে। কিন্তু এই টাকা এখন কই পাবো। তাই আমি দেশবাসীর কাছে সহযোগিতা চাই যাতে মেয়েটাকে সুস্থ করতে পারি।
পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শিলা রানী দাস বলেন, এসকল অসুস্থ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে উপজেলা কার্যালয় অথবা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করলে আমরা বিষয়টি দেখে ব্যবস্থা নিবো।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- টেলিটকের আর্থিক অবস্থা উন্নয়নে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ
- বর্নাঢ্য আয়োজনে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- ১ম ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং বিওএফজিসি কাপ গলফ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ
- কুড়িগ্রামে ২১ মামলার আসামীসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
- বিআরটিসির বাসচাপায় মারা গেল স্ত্রী, হাসপাতালে স্বামী