‘ডিআরইউ শিশু-কিশোর ও নবান্ন উৎসব-২০২২’ সমাপ্ত

লাস্টনিউজবিডি, ১৯ নভেম্বর: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের অংশগ্রহণে শেষ হলো ‘শিশু-কিশোর ও নবান্ন উৎসব-২০২২’ এর দ্বিতীয় দিনের আয়োজন। দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, পুতুল নাচ, সাপের খেলা, নবান্নের মেলা এবং ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

উৎসব উপলক্ষে নবান্নের সাজে সজ্জিত করা হয় ডিআরইউ প্রাঙ্গণ। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে সদস্য সন্তান ও সদস্যদের উপস্থিতিতে মুখরিত ছিল ডিআরইউ চত্বর।
আজ ১৯ নভেম্বর, বেলা ১২টায় ডিআরইউ’র বাগানের মে সাপের খেলার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এরপর একে একে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন ডিআরইউ’র সদস্য ও তাদের পরিবার এবং অতিথি শিল্পীরা।

এরপর পুতুল নাচের আয়োজন করা হয়। সবশেষ ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫টি বিভাগে বয়সভিত্তিক তিনভাগে শতাধিক শিশু-কিশোরের মধ্যে বিজয়ী ৩৬ জনকে পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হয়।

ডিআরইউ’র সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। এসময় তিনি শিশু-কিশোরদের বাঙালি সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, বাঙালির শেকড়ের মধ্যেই লুকিয়ে আছে এই মাটির শক্তি। তাই গ্রামীণ সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্যকে ধরে রাখায় অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে সাংবাদিকদেরই। এবং সেটি নিজ ঘরে ও বাইরে।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা, মো: আল-আমিন, এসকে রেজা পারভেজ ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)। এছাড়া ডিআরইউ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠান উপভোগ করেন।

ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে বিজয়ীরা হলেন
ক-বিভাগ (সর্বোচ্চ ৬ বছর)
সঙ্গীতে প্রথম প্রথম আরাত্রিকা দাশ (পিতা- বরুণ কুমার দাশ), দ্বিতীয় শ্রদ্ধা রায় (পিতা- সমীরণ রায়) ও তৃতীয় আনিকা আনজুম (পিতা- গাজী আবু বকর)। আবৃত্তিতে প্রথম তয়ালিউল ইসলাম সায়েম (পিতা-আমিনুল ইসলাম), দ্বিতীয় আলিউল ইসলাম শিহরন (পিতা- আমিনুল ইসলাম) ও তৃতীয় ওয়াফী জামান স্নিগ্ধ (পিতা- কামরুজ্জামান বাবলু)। চিত্রাঙ্কনে প্রথম আনিকা আনজুম (পিতা-গাজী আবু বকর), দ্বিতীয় রিদাহ মাইনুন চৌধুুরী রংধনু (পিতা- মঈনুল হক চৌধুরী) ও তৃতীয় আরাত্রিকা দাশ বৃদ্ধি (পিতা- বরুণ কুমার দাশ)।

খ-বিভাগ (সর্বোচ্চ ১০ বছর)
সঙ্গীতে প্রথম অনুভব আলম প্রান্ত (পিতা- মাহবুব আলম লাবলু), দ্বিতীয় রানা তাবাসসুম তীর্ণা (পিতা- জহিরুল হক রানা), তৃতীয় যুগ্মভাবে অনুদীপ রায় স্নিগ্ধ (পিতা- হরলাল রায় সাগর) ও নাজিফা হোসেন স্বাধিকা (পিতা- নাজমুল হোসেন)। আবৃত্তিতে প্রথম আনান মুস্তাফিজ (পিতা- রহমান মুস্তাফিজ), দ্বিতীয় রানা তাবাসসুম তীর্ণা (পিতা- জহিরুল হক রানা) ও তৃতীয় রিসাত মাইনুন চৌধুরী রংতুলি (পিতা- মঈনুল হক চৌধুরী)। চিত্রাঙ্কনে প্রথম জাওয়াদ খান (পিতা- শওকত আলী খান লিথো), দ্বিতীয় লাবিবা আমব্রিন নুহা (পিতা- মোহাম্মদ রহিম উদ্দিন) ও তৃতীয় আফিয়া মোবাশশিরা পরশা (পিতা- মো: শাহজাহান মোল্লা)। নৃত্যে প্রথম নাজিফা হোসেন স্বাধিকা (পিতা- নাজমুল হোসেন), দ্বিতীয় রাইয়ান জুলাসিয়া (পিতা- রাজু হামিদ) ও তৃতীয় মৌলি মল্লিক (পিতা- মতলু মল্লিক)।
গ-বিভাগ (সর্বোচ্চ ১৪ বছর)
সঙ্গীতে প্রথম আনিসা আনজুম (পিতা- গাজী আবু বকর), দ্বিতীয় সময় কৃষ্টি সরকার (পিতা- কৈলাশ চন্দ্র সরকার) ও তৃতীয় নওশীন তাবাসসুম তৃনা (পিতা- এম এম বাদশাহ)। আবৃত্তিতে প্রথম নাবিদ রহমান তুর্য (পিতা- এম এম বাদশাহ), দ্বিতীয় নওশীন তাবাসসুম তৃনা (পিতা- এম এম বাদশাহ) ও তৃতীয় আনিসা আনজুম (পিতা- গাজী আবু বকর)। চিত্রাঙ্কনে প্রথম নুসাইবা জেরিন লামিয়া (পিতা- মোহাম্মদ রহিম উদ্দিন), দ্বিতীয় নওশীন তাবাসসুম তৃনা (পিতা- এম এম বাদশাহ) ও তৃতীয় নাবিদ রহমান তুর্য (পিতা- এম এম বাদশাহ)। নৃত্যে প্রথম নাবিদ রহমান তুর্য (পিতা- এম এম বাদশাহ), দ্বিতীয় নওশীন তাবাসসুম তৃনা (পিতা- এম এম বাদশাহ) ও তৃতীয় রোবায়দা খান এষা (পিতা- মো: এমদাদুল হক খান)। অভিনয়ে প্রথম নাবিদ রহমান তুর্য (পিতা- এম এম বাদশাহ) ও দ্বিতীয় নওশীন তাবাসসুম তৃনা (পিতা- এম এম বাদশাহ)
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ
- সারা দেশে ৩৩৮ ওসি রদবদল (তালিকাসহ)