পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

লাস্টনিউজবিডি, ১৬ নভেম্বর: হবিগঞ্জে উপজেলা বিএনপির প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১০ পুলিশসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই বামৈ এলাকায় লাখাই উপজেলা বিএনপির আয়োজনে সিলেটের গণসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা চলছিল। এ সময় পুলিশ বাঁধা দিলে পুলিশ ও নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির মহাসমাবেশকে সফল করতে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে লাখাই উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ। সভা চলাকালীন সময়ে লাখাই থানা পুলিশ বাধা দিলে পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের গুলিতে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এছাড়া সংঘর্ষে লাখাই থানার ১০ পুলিশ আহত হন।
আহত বিএনপি নেতাকর্মীরা জানান, শান্তিপূর্ণভাবে সভা করার সময় পুলিশ অতর্কিত হামলা ও ভাঙচুর করে। একপর্যায়ে তারা নির্বিচারে গুলিবর্ষণ করে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ জানান, বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ সভায় হামলা করে। লাখাই থানার তদন্ত ওসির নেতৃত্বে পুলিশ লাঠিচার্জ, ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর গুলি চালায়। পুলিশের গুলিতে শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এ সময় কয়েকঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় বলেও জানান জিকে গউছ।
তিনি বলেন, হামলা-গ্রেফতার ও গুলির ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, লাখাইয়ে বিএনপি নেতাকর্মীরা নাশকতার জন্য জড়ো হচ্ছিল ভেবে পুলিশ তাদেরকে বাধা দেয়। এতে উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এতে কমপক্ষে ১০ পুলিশ আহত হয়েছে। পরে আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল
- দিনমজুর ভাড়া করে নাশকতা করায় বিএনপি: ডিবির হারুন
- ক্যাডেট কলেজ ক্লাব এবং নিউ হরাইজন ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে সমঝোতা