নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

লাস্টনিউজবিডি, ১৪ নভেম্বর: দ্বিতীয় দিনে নাগরিক টিভি, ইত্তেফাক, ঢাকা মেইল, জিটিভি, নয়া দিগন্ত, এখন টিভি, বাংলাদেশ প্রতিদিন ও ইনকিলাব জয়ী
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর দ্বিতীয় দিনে জয় পেয়েছে নাগরিক টিভি, ইত্তেফাক, ঢাকা মেইল, জিটিভি, নয়া দিগন্ত, এখন টিভি, বাংলাদেশ প্রতিদিন ও ইনকিলাব।
আজ সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নাগরিক টিভি ২-১ গোলে সংগ্রামকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাসুদ মোস্তাহিদ। দ্বিতীয় ম্যাচে ঢাকা মেইল টাইব্রেকারে ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচ সেরা হয়েছেন তানভীর আহমেদ। তৃতীয় ম্যাচে জিটিভি ১-০ গোলে ডেইলি সানকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ এম এম সেকান্দার। চতুর্থ ম্যাচে নয়া দিগন্ত ২-০ গোলে বিজনেস পোস্টকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জসিম উদ্দিন রানা। পঞ্চম ম্যাচে এখন টিভি ১-০ গোলে এশিয়ান টিভিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ আরিফ হোসেন। ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ প্রতিদিন ১-০ গোলে আজকের পত্রিকাকে পরাজিত করে। ম্যাস সেরা হয়েছেন মাহাবুব মমতাজী। দিনের শেষ ম্যাচে ইনকিলাব ৩-২ গোলে বাংলাদেশ পোস্টকে পরাজিত করে। ম্যাচ সেরা ইয়াছিন রানা।
অপরদিকে যায়যায়দিন নির্ধারিত সময়ে মাঠে না আসায় ইত্তেফাক জয়লাভ করে। দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। টুর্নামেন্টের তত্ত¡াবধানে আছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশন সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান।
১৫ নভেম্বর, ২০২২ মঙ্গলবারের খেলা
সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ
সকাল ৯:০০টা এটিএন নিউজ বনাম নিউজ বাংলা ডি
সকাল ৯:৩০টা আরটিভি বনাম বাংলাদেশ প্রতিদিন এফ
সকাল ১০:০০টা একাত্তর টিভি বনাম আজকালের খবর এইচ
সকাল ১০:৩০টা চ্যানেল ২৪ বনাম কালবেলা জি
বেলা ১১:০০টা চ্যানেল আই বনাম আমাদের নতুন সময় এ
বেলা ১১:৩০টা আমাদের সময় বনাম নাগরিক টিভি এ
দুপুর ১২:০০টা ডেইলি স্টার ঢাকা মেইল এফ
দুপুর ১২:৩০টা জনকন্ঠ বনাম এটিএন বাংলা জি
দুপুর ০১:০০টা বিজনেস স্ট্যান্ডার্ড বনাম নয়া দিগন্ত ডি
দুপুর ০১:৩০টা এনটিভি বনাম জিটিভি এইচ
দুপুর ০২:০০টা রাইজিং বিডি বনাম যুগান্তর সি
বেলা ০২:৩০টা ঢাকা পোস্ট বনাম ভোরের ডাক ই
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ
- সারা দেশে ৩৩৮ ওসি রদবদল (তালিকাসহ)