ফের বঙ্গোপসাগরে লঘুচাপ

লাস্টনিউজবিডি, ১০ নভেম্বর: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ মাসে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, আগামী পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ক্রমে কমতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
লাস্টনিউজবিডি/আখি