বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাতলুব

লাস্টনিউজবিডি, ২৮ অক্টোবর: এফবিসিসিআই’র সাবেক সভাপতি, বাংলাদেশ -ভারত চেম্বারের সভাপতি ও নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বস্ত্র শিল্প-বহির্ভূত অন্যান্য রুগ্ন শিল্পের প্রতিষ্ঠানগুলোকে এক্সিট সুবিধার আওতায় দায়দেনা নিষ্পত্তির সুযোগ দেয়ায় বাংলাদেশ ব্যাংকে অভিনন্দন জানিয়েছেন । এটা এফবিসিসিআই’র দীর্ঘদিনের দাবি । তিনি বলেন, এ বিষয়ে আমি অনেক কাজ করেছি। যখন সভাপতি ছিলাম এ ব্যাপেরে অনেক কাজ করি । তারই ধারা বাহিকতায় আজকে এই সিদ্দান্ত নেয়া হয়ে। বাকী যারা ৫০ লাখের নীচে রয়েছে তাদের বিষয়ে কিছু করা যয় কিনা একটা উপায় বের করলে আরো খুশি হবো ।

অর্থনীতির স্বার্থে শিল্পবান্ধব এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই সাবেক সভাপতি। তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অন্যান্য খাতে এই ধরনের একটা সুবিদা খুঁঝে বের করার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি