পুরো মাসজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

লাস্টনিউজবিডি, ১৮ সেপ্টেম্বর: বাংলাদেশের ওপর বিদ্যমান মৌসুমি বায়ুর প্রভাব সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ মাসজুড়েই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আজ রবিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। সাগরে লঘুচাপ সৃষ্টির পর তা ঘনীভূত হয়ে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি করে।
ফলে আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহ শেষে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- রোজার পণ্য আমদানিতে পর্যাপ্ত এলসি খোলা হয়েছে: কেন্দ্রীয় ব্যাংক
- মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভা
- ২০ হাজার টাকায় মিলত রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন-পাসপোর্ট
- গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক
- চবি চারুকলা বন্ধ ঘোষণা, রাত দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ
- ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের মতবিনিময়