চা বাগানের টিলা ধসে প্রাণ গেলো ৪ নারী শ্রমিকের

লাস্টনিউজবিডি, ১৯ আগস্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার) দুপুর ১টায় এই ঘটনা ঘটে। নিহত চারজনই লাখাইছড়া চা বাগানের চা শ্রমিক।
নিহতরা হলেন— হিরা ভৌমিজ (৩০), রিনা ভৌমিজ (২৫), পূর্ণিমা ভৌমিজ (২৫) ও রাধা মাহালী (৪৫)।
কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণনেষ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, বসতঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- রাজধানীসহ সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন
- চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না: রিজভী
- ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশ ভ্যান, নিহত কনস্টেবল
- অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা
- ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক আজ