অনুশীলনে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

লাস্টনিউজবিডি, ১৪ আগস্ট: সিলেটের জকিগঞ্জে অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিক নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।
নিশান ভৌমিক বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিশানের বাড়ি নোয়াখালী জেলার পাক মুন্সিরহাটে।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৪ আগস্ট) সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত অবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান।
তিনি জানান, আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন বিজিবির অন্য সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎসকরা সকাল ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।
লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, নিশানের মরদেহ তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা
- সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- আচরণবিধি লঙ্ঘনের দায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শোকজ
- ডিএমপির ৩৪ থানার ওসির বদলি
- মার্কিন ‘বাণিজ্য নিষেধাজ্ঞা’র বিষয়ে ব্যাখ্যা দিলো বিজিএমইএ
- সারা দেশে ৩৩৮ ওসি রদবদল (তালিকাসহ)