মিঠুন মোস্তাফিজের বাবার মৃত্যুতে ডিআরইউ’র শোক

লাস্টনিউজবিডি, ০৫ আগস্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ সময়ের সম্পাদক মিঠুন মোস্তাফিজের বাবার মৃত্যুতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গতকাল ৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিঠুন মোস্তাফিজের বাবা ডা. মো: আজিজুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জের তাড়াশ থানার বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে বিনোদপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- জেনে নিন সোমবার কোথায় কখন লোডশেডিং
- সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতে একসাথে ইউএনডিপি, গ্রামীণফোন ও বিডা
- ‘আপা’ বলে বাসে তুলে, চলন্ত অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণ
- কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
- শুভ-ঐশীর সিনেমা অর্ধ কোটি টাকায় বিক্রি
- পদায়ন পাওয়া পুলিশ সুপারদের সিনিয়র সচিব আখতার হোসেনের নির্দেশনা