হামলা করলে পুলিশ কি আঙুল চুষবে : ওবায়দুল কাদের

লাস্টনিউজবিডি, ০৫ আগস্ট: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়। তাদের হত্যা ক্যুর রাজনীতি প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে।
শুক্রবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ভোলার ঘটনার দায় বিএনপির। ভিডিও ফুটেজ দেখলেই সব পরিষ্কার হবে।।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বনানী কবরস্থানে শেখ কামালের কবরে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- জেনে নিন সোমবার কোথায় কখন লোডশেডিং
- সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতে একসাথে ইউএনডিপি, গ্রামীণফোন ও বিডা
- ‘আপা’ বলে বাসে তুলে, চলন্ত অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণ
- কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
- শুভ-ঐশীর সিনেমা অর্ধ কোটি টাকায় বিক্রি
- পদায়ন পাওয়া পুলিশ সুপারদের সিনিয়র সচিব আখতার হোসেনের নির্দেশনা