জাবিতে দুই ছাত্রলীগকর্মীর মারামারি, দোকান ভাঙচুর

লাস্টনিউজবিডি, ০৫ আগস্ট: খেলার সময় দুই ছাত্রলীগকর্মীর মারামারির জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার বেশ কয়েকটি খাবার দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফটুবল খেলার সময় মওলানা ভাসানী হল ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের আরেক কর্মীর ধাক্কা লাগে। এর জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে খেলার মাঠে মারামারিও ঘটে।
এর জেরে সন্ধ্যায় মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মওলানা ভাসানী হল সংলগ্ন বটতলা এলাকায় চলে আসে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় পাশের কয়েকটি খাবারের দোকান এবং বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। বেশ কয়েকজনের হাত লাঠি ও রড দেখা যায়। তারা মওলানা ভাসানী হলের নেতাকর্মীদের বের হতে বলেন।
এ অবস্থা চলতে থাকলে ঘণ্টা খানেক পর শাখা ছাত্রলীগের সভাপতি কয়েকজন নেতাকর্মীসহ ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি সামাল দিতে আসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরসহ প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য। এক পর্যায়ে শাখা ছাত্রলীগের সেক্রেটারি হাবিবুর রহমান লিটনও ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা খেলার মাঠে মারধরে জড়িত মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মীদের বহিষ্কার দাবি জানান।
প্রায় দেড় ঘণ্টা উভয়পক্ষের সঙ্গে আলোচনার পর প্রক্টরিয়াল বডি ও শাখা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারির আশ্বাসে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতারা রাজনৈতিকভাবে সমাধানের জন্য সময় চেয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেবো। পরিস্থিতি অবনতি হলে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবো।’
দোকান ভাঙচুরের ব্যাপারে তিনি বলেন, ‘দোকানপাট ভাঙচুরের বিষয়টি দুঃখজনক। যেহেতু সেখানে অনেকে শিক্ষার্থী ছিল তাই তাৎক্ষণিক তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- জেনে নিন সোমবার কোথায় কখন লোডশেডিং
- সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতে একসাথে ইউএনডিপি, গ্রামীণফোন ও বিডা
- ‘আপা’ বলে বাসে তুলে, চলন্ত অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণ
- কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
- শুভ-ঐশীর সিনেমা অর্ধ কোটি টাকায় বিক্রি
- পদায়ন পাওয়া পুলিশ সুপারদের সিনিয়র সচিব আখতার হোসেনের নির্দেশনা