ছাত্রদল সভাপতির মৃত্যু : ভোলায় হরতালের ডাক বিএনপির

লাস্টনিউজবিডি, ০৩ আগস্ট: পুলিশের সাথে সংঘর্ষে গুরুতর আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ভোলা জেলায় হরতাল ডেকেছে বিএনপি। এছাড়াও সাত দিন শোক পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি।
বুধবার বিকেলে জেলা ছাত্রদল সভাপতির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ শেষে ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, পুলিশের গুলিতে নুরে আলম গুরুতর আহত হন। চার দিন পর আজ মারা যান তিনি। এছাড়াও তিনি বলেন, ভোলা থেকে শুরু হবে এই সরকার পতনের আন্দোলন।
উল্লেখ্য, গত রোববার ভোলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম। এছাড়াও আহত হয় ১০ পুলিশসহ অর্ধশতাধিক নেতা-কর্মী।
পুলিশের শর্টগানের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- জেনে নিন সোমবার কোথায় কখন লোডশেডিং
- সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতে একসাথে ইউএনডিপি, গ্রামীণফোন ও বিডা
- ‘আপা’ বলে বাসে তুলে, চলন্ত অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণ
- কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
- শুভ-ঐশীর সিনেমা অর্ধ কোটি টাকায় বিক্রি
- পদায়ন পাওয়া পুলিশ সুপারদের সিনিয়র সচিব আখতার হোসেনের নির্দেশনা