টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা, প্রথম বলেই নাসুমের উইকেট

লাস্টনিউজবিডি, ০২ আগস্ট: জিম্বাবুয়ে শুরুটা ভালোই করেছিল। শুরুর তিন ওভারে করে ফেলেছিল ২৯ রান। স্বাগতিকদের সেই সূচনায় লাগাম টেনে ধরলেন নাসুম। প্রথম বলেই পেলেন উইকেটের দেখা।
প্রথম ম্যাচে ইনিংসের শুরুর চার ওভারে অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যবহার করেছিলেন চার বোলারকে। তৃতীয় ম্যাচেও দেখা গেল একই দৃশ্য। চার ওভার করলেন চারজন ভিন্ন ভিন্ন বোলার।
এর কারণটা জিম্বাবুয়ের দারুণ শুরুর। প্রথম ওভারে মুস্তাফিজকে চার মেরে শুরু করেন রেজিস চাকাভা। এরপর তিন ওভার শেষেই স্বাগতিকরা তুলে ফেলল ২৯ রান।
দুই ওপেনার চাকাভা আর ক্রেইগ আরভিন যখন ঝোড়ো শুরুর আভাস দিচ্ছেন, তখনই চতুর্থ বোলার হিসেবে নাসুমকে আক্রমণে আনেন অধিনায়ক মোসাদ্দেক। আগের ম্যাচে না খেলা নাসুম শুরুতেই সাফল্য এনে দেন বাংলাদেশকে।
তার প্রথম বলে কভার অঞ্চল দিয়ে তুলে মারতে চেয়েছিলেন চাকাভা। শর্ট এক্সট্রা কভারে দারুণ লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছেন আফিফ হোসেন। তাতেই জিম্বাবুয়ে ২৯ রানে হারিয়ে ফেলে নিজেদের প্রথম উইকেট।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- জেনে নিন সোমবার কোথায় কখন লোডশেডিং
- সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতে একসাথে ইউএনডিপি, গ্রামীণফোন ও বিডা
- ‘আপা’ বলে বাসে তুলে, চলন্ত অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণ
- কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
- শুভ-ঐশীর সিনেমা অর্ধ কোটি টাকায় বিক্রি
- পদায়ন পাওয়া পুলিশ সুপারদের সিনিয়র সচিব আখতার হোসেনের নির্দেশনা