সঙ্গম চিৎকারে অতিষ্ঠ প্রতিবেশীরা, অভিযোগ মানতে নারাজ দম্পতি

লাস্টনিউজবিডি, ২৮ জুন: সম্পর্কের ভিত দৃঢ় ও মজবুত করতে শারীরিক মিলন জরুরি। প্রিয়জনকে এত নিবিড়ভাবে স্পর্শের মুহূর্তে একটা বাড়তি উত্তেজনা ও উন্মাদনা স্বাভাবিকভাবেই কাজ করে। কিন্তু এই একান্ত ব্যক্তিগত মুহূর্তের আবেগ যদি বাইরের লোকের কানেও পৌঁছে যায়, তখনই ঘটে বিপত্তি! যৌ;ন;তা চলাকালীন চিৎকার খুবই সাধারণ মনে হতে পারে অনেকেরই কাছে। কিন্তু সেই শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন, লন্ডন নিবাসী এমন প্রায় ১৬৮ জন প্রতিবেশীর অভিযোগ পাওয়া গিয়েছে!
তাদের প্রত্যেকেরই অভিযোগ, একই জায়গায় বসবাস করা এক দম্পতির সঙ্গমের সময়কার আবেগতাড়িত চিৎকার অনেক দিন ধরে দরজা জানলা ভেদ করেই তাদের কানে প্রবেশ করেছে। এর ফলে তিতিবিরক্ত হয়ে ওঠার পাশাপাশি নিজেদের যৌ;ন;জীবনেও ব্যাঘাত ঘটছে।
শারীরিকভাবে অক্ষম এমন প্রচুর মানুষও অন্যদের যৌ;ন;তা উপভোগের সেই উন্মাদনায় আরো বেশি হতাশ হয়ে পড়েন। পাড়া প্রতিবেশী তো রয়েছেনই, সেই সঙ্গে জানলা খোলা রেখেই অবাধ যৌ;ন;তা;য় মেতে ওঠার ফলে পথচারীরাও অনেক সময় বাকি প্রতিবেশীদের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু পরবর্তীকালে সেই দম্পতিকে এই বিষয়ে সচেতন করতে চাইলে তারা তা মানতে চাননি। তাই শেষ পর্যন্ত তাদের বিশ্বাস করাতে সেই শব্দ রেকর্ড করে শোনানো হয়েছে বলেও জানিয়েছেন প্রতিবেশীরা।
তবে শেষমেশ এক কাণ্ডের পরও সে পাড়ার লোকের অভিযোগ মিটেছে কি না, তা অবশ্য জানা যায়নি।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং
- আজ জাতীয় শোক দিবস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী
- অবশেষে কলাপাড়ার আলোচিত সেই ইউএনও বদলি
- শিক্ষা বোর্ডের ৭ কোটি টাকা লোপাট: সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
- কলেজ শিক্ষিকার মৃত্যু: স্বামী মামুনের বিরুদ্ধে যত অভিযোগ!