নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ শিক্ষক নিহত

লাস্টনিউজবিডি, ২৪ জুন: নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী শিক্ষক।
শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মোরশেদ আলম।
ঘটনাস্থল থেকে সদর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, নিহত পাঁচজনের সবাই শিক্ষক ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ শিক্ষক ও একজন নারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিল। নওগাঁর বাবলাতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী এবং সবাই নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম জানান, ফায়ার সার্ভিস পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার কার্যক্রম চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- রাজধানীতে যেসব মার্কেট বন্ধ আজ
- বগি লাইনচ্যুত: ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- জাতীয় শোক দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং