জনপ্রিয় মুখ মাতলুব আহমাদ এবার আসছেন “গর্বিত বাবা” অনুষ্ঠান নিয়ে আরটিভিতে

লাস্টনিউজবিডি, ২৩ জুন: দেশের এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ-ভারত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান- এবং ব্যবসায়ী মহলে জনপ্রিয় মুখ কর বাহাদুর আব্দুল মাতলুব আহমাদ প্রথমবারের মত যুক্ত হচ্ছেন টেলিভিশন উপস্থাপনার সাথে।
আগামী শনিবার রাত ১১.২৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নতুন অনুষ্ঠান “গর্বিত বাবা”।

অনুষ্ঠানের ব্যাপারে আব্দুল মাতলুব আহমাদের পক্ষ থেকে জানানো হয় – আমাদের সমাজে এমন অনেক বাবা আছেন যারা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করেছেন। হতে পারেন তিনি কৃষক, শ্রমিক, ড্রাইভার অথবা দিনমজুর, কিন্তু তাদের সন্তানেরা সমাজে আজ প্রতিষ্ঠিত। সন্তানকে নিয়ে তারা আজ গর্বিত। আমারা এমন বাবাদেরকেই খুঁজছি এবং তাদের গল্পগুলো শুনতে চাচ্ছি। প্রতিকূল পরিবেশে থেকেও কিভাবে হয়ে উঠলেন গর্বিত বাবা? আমরা তাদের জীবনের কথাগুলো তুলে আনবো আরটিভি’র পর্দায় পর্যায়ক্রমে।