জাবিতে সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র নতুন কমিটি গঠন

হাসান সজীব, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন ‘Inspire Care & Cultivate Human Aid-ICCHA/ইচ্ছা’-র ৫৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসানকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী জাকিয়া সুলতানা পিংকি কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার ২১ জুন বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ড. এ. আর মল্লিক লেকচার হলে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছে ড. এ কে এম শাহনাওয়াজ, অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাবি, ড. মোহাম্মদ আলমগীর কবির, অধ্যাপক ও চেয়ারম্যান, পরিসংখ্যান বিভাগ, জাবি, পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাবি। ড. জেবউননেছা, অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, জাবি, অতিরিক্ত পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাবি। মোহাম্মদ কাশেম, জাবি ৩য় ব্যাচ, ভূগোল বিভাগ, হোসনে আরা বেবি, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাবি, প্রভোস্ট, শেখ হাসিনা হল, জাবি। নাসিমা হামিদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাবি।
মডারেটর হিসেবে রয়েছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ৪৫ ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ, মতিউর রহমান আপেল, এস এন সোহেল রানা, ইংরেজি ৪৭ ব্যাচের স্বপ্নীল সাগর।
এসময় ইচ্ছা’র উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর বলেন, একটা সংগঠনকে দাঁড় করানোর জন্য ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি শুধু একটা নাম্বার, তবে সংগঠনকে দাঁড় করানো জন্য যে detractive দরকার তা আগে-পরে ইচ্ছা সামাজিক সংগঠন অনলাইন-অফলাইন এর মাধ্যমে মানুষকে সহযোগিতা করেছে মানুষের পাশে থেকেছে। সকলের সার্বিক সহযোগিতায় ইচ্ছা সুন্দরভাবে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি।
এছাড়াও কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী – মোঃ সাব্বির হোসেন (ইংরেজি বিভাগ), মোঃ জুবায়ের হাসান রিফাত (চারুকলা বিভাগ), সামিউল ইসলাম রাকিব (ইতিহাস বিভাগ), মাহমুদা আক্তার রিপা (পরিবেশ বিজ্ঞান বিভাগ), আব্দুল্লাহ আল নোমান ধ্রুব (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), নুশরাত জাহান আলো (অর্থনীতি বিভাগ), মিল্টন হোসেন (ইংরেজি বিভাগ)
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে ৪৮ ব্যাচের শিক্ষার্থী – আল-আমিন ইমন (গণিত বিভাগ), তানজিদ বিশ্বাস রিচ (ইতিহাস বিভাগ), শেখ শাহরিয়ার পারভেজ শাওন (দর্শন বিভাগ), তানজিনা সিনথী (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ইমারত হোসেন শুভ (আইন ও বিচার বিভাগ)।
সাংগঠনিক সম্পাদক ৪৮ ব্যাচের শিক্ষার্থী- মোঃ শাহ আলম (দর্শন বিভাগ), শাহজালাল আহমেদ আকাশ (পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ), আফসানা আক্তার (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোছাদ্দেক হোসেন মুরাদ (ইতিহাস বিভাগ), ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা (পরিসংখ্যান বিভাগ), অর্থ সম্পাদক হিসেবে রয়েছে ৪৯ ব্যাচের শিক্ষার্থী- সাদিয়াতুল মুনা (ইতিহাস বিভাগ), দপ্তর সম্পাদক মোঃ সোহান (ইতিহাস বিভাগ), উপ-দপ্তর সম্পাদক রিফাত জাহান রিঝুম (গণিত বিভাগ), সাদিকা সুলতানা (ইতিহাস বিভাগ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আতিকুর রহমান (ইতিহাস বিভাগ), উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফারুক মিয়া (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), সাহিত্য সম্পাদক মার্জিয়া বুশরা (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), উপ-সাহিত্য সম্পাদক রুবাইয়া জান্নাত (দর্শন বিভাগ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জান্নাতুল নাঈম (বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ), নারী বিষয়ক সম্পাদক মাহমুদা এনাম অনন্যা (দর্শন বিভাগ), পাঠাগার সম্পাদক মাহবুবা সুলতানা (দর্শন বিভাগ), উপ-পাঠাগার সম্পাদক ফাহমিদা আক্তার (ইতিহাস বিভাগ), অনুষ্ঠান সমন্বয় সম্পাদক নাজমুল হোসাইন (গণিত বিভাগ), সহ অনুষ্ঠান সমন্বয় সম্পাদক সুমাইয়া আক্তার (ইতিহাস বিভাগ), ক্রীড়া সম্পাদক আসিফ ইকবাল (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), সহ ক্রীড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছে ৫০ তম ব্যাচের শিক্ষার্থী সুকর্ণা কুন্ডু (মাইক্রোবায়োলজি বিভাগ), নাজমুন নাহার নিপা (মাইক্রোবায়োলজি বিভাগ), মোঃ নাজমুল হাসান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মোঃ ইয়াস উদ্দিন রাকিব (ইতিহাস বিভাগ), ফাহমিদা সুলতানা তামান্না (মাইক্রোবায়োলজি বিভাগ), তাহসিন চৌধুরী মাইশা (দর্শন বিভাগ), আতিকুর রহমান (ইতিহাস বিভাগ), ভূমিকা দাস সেতু (দর্শন বিভাগ), মোঃ জান্নাত উল ইসলাম (ইতিহাস বিভাগ), সানজিদা আক্তার জিম (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), শান্ত রায় (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), মোঃ সজিব হোসেন (দর্শন বিভাগ), মোঃ তারিফ (ফার্মেসী বিভাগ), জান্নাতুল ফেরদৌস (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ), সাদিক বিন ফয়সাল (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ), মোঃ শিমুল আখতার (দর্শন বিভাগ), ফাতেমা হোসাইন জেসী (গণিত বিভাগ), সুরাইয়া রহমান কনিকা (গণিত বিভাগ), মোঃ রাজীব হোসেন (সরকার ও রাজনীতি বিভাগ), শোভন বসাক ( ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি), মোঃ হাসানুল কবীর (আইন ও বিচার বিভাগ), মোঃ জিহাদুল ইসলাম (আইন ও বিচার বিভাগ), রাব্বিকুল ইসলাম (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), মোঃ ওয়াহিদুর রহমান (ইতিহাস ৫০), এছাড়াও আরো অনেকে ।।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫
- শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশ ততদিন এগিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- সুধী সমাবেশে যোগ দিয়ে বক্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী
- উদ্বোধনের আগেই গুগল ম্যাপে স্বপ্নের পদ্মা সেতু
- শতাধিক লঞ্চে করে জনসভায় মানুষের ঢল