বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন মকবুল হোসেন

লাস্টনিউজবিডি, ২২ জুন: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. মকবুল হোসেন সম্প্রতি পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ২০০৩ সালের ১৫ মে অফিসার (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে দুই বছর কর্ম সম্পাদন শেষে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগ দেন।
তৎকালীন ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট (বর্তমানে ফরেক্স রিজার্ভ ও ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট), ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, সচিব বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও সর্বশেষ ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেন মকবুল হোসেন।
এছাড়া, তিনি সেপ্টেম্বর, ২০০৯ থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি লিয়েনে কনসালটেন্ট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৬৮ সালের ২১ এপ্রিল রাজবাড়ি জেলার পাংশা থানার সূবর্ণকোলা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এন্ড ফিন্যান্স বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের বাবা।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- শতাধিক লঞ্চে করে জনসভায় মানুষের ঢল
- পদ্মা সেতু উদ্বোধন করতে পদ্মার মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর
- পদ্মা সেতুর উদ্বোধন: ঢাক-ঢোল পিটিয়ে সভাস্থলে আসছেন মানুষ
- পদ্মা সেতুর উদ্বোধন: সমাবেশস্থলে জনস্রোত
- পদ্মা সেতু একটি মহাকাব্য : ড. বেনজীর
- পদ্মা সেতুর উদ্বোধন: বাংলাদেশকে ভারত সরকারের অভিনন্দন