জাবি দাবা ক্লাবের পূর্নাঙ্গ কমিটি পুনর্গঠিত

হাসান সজীব, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা ক্লাবের ২০২২-২৩ কার্যকরী পরিষদের পূর্নাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য পুনর্গঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্লাবের উপদেষ্টা উথোয়াইচিং এর সম্মতিক্রমে এক কার্যকরী সভায় পূর্বের কমিটির সভাপতি ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় নতুন সভাপতিসহ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের হাসিব আল নোমান সহ-সভাপতি পদ থেকে সভাপতি পদে পদোন্নতি পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আলমগীর হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া, পূর্বের কমিটির অনুরূপ সহ-সভাপতি হিসেবে আইন ও বিচার বিভাগের ৪৭ তম ব্যাচের সিদানা রকিব রিচি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংষ্কৃতি ইনস্টিটিউট বিভাগের ৪৮ তম ব্যাচের নিশাদ নিলয়, কোষাধ্যক্ষ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮ তম ব্যাচের যায়েদ জয়, সাংগঠনিক সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ তম ব্যাচের মোঃ আবু দারদা লিমন এবং লোক প্রশাসন বিভাগের ৪৮ তম ব্যাচের নাঈমুর রহমান দুর্জয়, দপ্তর সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ৪৯ তম ব্যাচের রবিউল সানি এবং ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের মোছাঃ সিফাত আরা রুমকি, প্রচার ও প্রচারণা সম্পাদক হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শাহ শাকের এবং একই বিভাগ ও ব্যাচের আনজুম শাহরিয়ার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে দাবার জনপ্রিয়তা বাড়ানো এবং দাবার অগ্রগতিতে কাজ করার জন্য বদ্ধপরিকর। খেলোয়াড় অন্বেষণ, প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে একজন দক্ষ খেলোয়াড় তৈরী ও বিভিন্ন প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়াই দাবা ক্লাবের মূল লক্ষ্য।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশ ততদিন এগিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- সুধী সমাবেশে যোগ দিয়ে বক্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী
- উদ্বোধনের আগেই গুগল ম্যাপে স্বপ্নের পদ্মা সেতু
- শতাধিক লঞ্চে করে জনসভায় মানুষের ঢল
- পদ্মা সেতু উদ্বোধন করতে পদ্মার মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর