নিজস্ব অর্থায়নে আইআইইআর ভবন নির্মাণ, উদ্বোধন করলেন ভিসি

লাস্টনিউজবিডি, ২১ জুন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক ইডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর নিজস্ব অর্থায়নে নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি- ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্টার মো: আতাউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ প্রমুখ। এছাড়াও শিক্ষক- কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সামনে এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। তিনি আইআইইআর-কে কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আরও কোর্স চালু করার পরামর্শ দেন। নিজস্ব অর্থায়নে নিজস্ব ভবন নির্মাণের জন্য তিনি ইনস্টিটিউটটিকে ধন্যবাদ জানান।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫
- শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশ ততদিন এগিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- সুধী সমাবেশে যোগ দিয়ে বক্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী
- উদ্বোধনের আগেই গুগল ম্যাপে স্বপ্নের পদ্মা সেতু
- শতাধিক লঞ্চে করে জনসভায় মানুষের ঢল