বিশ্বকাপে জায়গা পাওয়া ওয়েলস কোচ গিগসের পদত্যাগ

লাস্টনিউজবিডি, ২১ জুন: কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ওয়েলসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রায়ান গিগস। তার পরিবর্তে এই দায়িত্বে আসবেন তারই সহকারী রোবের্ট পেজ। সম্প্রতি পেজের কোচিংয়েই ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের টিকিট কাটে ওয়েলস।
২০১৮ সালের জানুয়ারিতে ওয়েলস জাতীয় দলের দায়িত্ব নেন গিগস। তবে ২০২০ সালে এক কেলেঙ্কারিতে জড়িয়ে সাময়িক সময়ের জন্য সরে দাঁড়িয়েছিলেন। যেখানে বান্ধবী ও অন্য এক নারীকে পিটিয়ে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। যদিও বরাবরই নিজের দোষ অস্বীকার করেছেন ৪৮ বছর বয়সী সাবেক মিডফিল্ডার।
এই মামলার ট্রায়াল আগামী আগস্টে, তাই আগেই কোচের পদ থেকে ইস্তফা দেন গিগস। পেজই এখন দলের হেড কোচের দায়িত্ব চালিয়ে যাবেন।
এর আগে গিগসের অধীনে ইউরোর মূলপর্বে উঠেছিল ওয়েলস। ২০১৯ সালের আগস্ট থেকে গিগসের সহকারী হিসেবে কাজ করা পেজ ২০২০ সালের নভেম্বরে কোচের দায়িত্ব নিয়ে ওয়েলসকে নেশনস লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থানে তুলেছেন। পেইজের অধীন গত ইউরোর শেষ ষোলোয়ও উঠেছিল ওয়েলস। পরবর্তীতে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে ইউক্রেনকে হারিয়ে কাতারের টিকিট পেয়েছে ওয়েলস।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫
- শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশ ততদিন এগিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- সুধী সমাবেশে যোগ দিয়ে বক্তব্য শুরু করেছেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী
- উদ্বোধনের আগেই গুগল ম্যাপে স্বপ্নের পদ্মা সেতু
- শতাধিক লঞ্চে করে জনসভায় মানুষের ঢল