২৫ জন পেলেন ‘গর্বিত বাবা অ্যাওয়ার্ড’

লাস্টনিউজবিডি, ২০ জুন: দেশে প্রথমবারের মতো গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে গত রোববার বাবা দিবসে ২৫ জন বাবাকে সম্মানিত করা হয়েছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্রান্ড বল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সারাফাত। এতে স্বাগত বক্তব্য দেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি মেহেদী হাসান।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক বাবা তার সন্তান ও পরিবারকে নিয়ে আলাদাভাবে বাবা দিবসের কেক কেটেছেন। উপস্থাপিকা শান্তা জাহানের সঞ্চালনায় বাবাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তদাদের উত্তরীয় পরিয়ে দিয়েছেন বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানে গর্বিত বাবা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ কুমার আগারওয়ালা বলেন, ‘আপনারা আমাদের সাথে থাকুন। সমর্থন দিন । এই সংগঠগনকে আমরা অনেক দূর নিয়ে যাব।’
অনুষ্ঠানে ড. চৌধুরী নাফিজ শারাফাতের বাবা শারাফাত হোসেন চৌধুরীকে বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ ছাড়া অন্যান্য অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন দিলীপ কুমার আগারওয়ালার বাবা অমিও কুমার আগারওয়ালা, সামাউন আহমেদ মৌসুমীর বাবা বশির আহমেদ, কাওসার আহমেদের বাবা আলী আকবর, সালাউদ্দিন চৌধুরীর বাবা আব্দুল আজিজ চৌধুরী, হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ, বিদ্যা সিনহা শাহা মিমের বাবা বিরেন্দ্র নাথ শাহা, বাপ্পি চৌধুরীর বাবা ননী গোপাল শাহা, ড. গোলাম মাহমুদর রায়হানের বাবা আতাউর রহমান, কিশোর কুমার দাসের বাবা হরিপদ দাস, মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা, জয় ই মামুনের বাবা গাজী আবদুল লতিফ, তৌহিদ আফিদ্রীর বাবা নাসির উদ্দিন সাথী, অমিত কুমারপাল ও মৃনাল কুমার পালের বাবা উত্তম কুমার পাল, শরিফা চৌধুরীর বাবা আব্দুল গাফফার চৌধুরী, আবদুল্লাহ আল মামুনের বাবা বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, ড. মোহাম্মদ আসাদুজ্জামানের বাবা আজিজুল হক, শাকিল আহমেদ ভাস্কর ও ইঞ্জি. শাহরির আহমেদ শিল্পীর বাবা সিরাজউদ্দিন আহমেদ, দিলশাদ নাহার কনার বাবা দৌলত উল্লাহ, আবু সায়েমের বাবা আলমগির হোসেন, রুকন উল হাসানের বাবা নজরউদ্দিন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিমের বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মো. আবুল হাশেম মিয়া, তাহসান রহমান খানের বাবা সানাউর রহমান খান, সিয়াম আহমেদের বাবা নাসির উদ্দিন আহমেদ, রেদওয়ান রনির বাবা রজব আলী।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ায় বিএনপি খুশি হয়নি: তথ্যমন্ত্রী
- শতাধিক লঞ্চে করে জনসভায় মানুষের ঢল
- পদ্মা সেতু উদ্বোধন করতে পদ্মার মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর
- পদ্মা সেতুর উদ্বোধন: ঢাক-ঢোল পিটিয়ে সভাস্থলে আসছেন মানুষ
- পদ্মা সেতুর উদ্বোধন: সমাবেশস্থলে জনস্রোত
- পদ্মা সেতু একটি মহাকাব্য : ড. বেনজীর