অস্বচ্ছল শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে জাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন

লাস্টনিউজবিডি, ১৮ মে, হাসান সজীব, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান করেছে ইউরোপে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ইউনিয়ন ইন অস্ট্রিয়ার (জেইউএক্সএই) উদ্যোগে।
বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এই বৃত্তিপ্রদান অনুষ্ঠিত। এসময় সংগঠনটির পক্ষ থেকে দশ জন অসচ্ছল শিক্ষার্থীকে মেধা বৃত্তির চেক প্রদান করা হয়।
বৃত্তি প্রধান অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নাসরিন সুলতানা নাহিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণার্থে আমাদের এই চেষ্টা। ২০০৪ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। আশা করছি এর মাধ্যমে তোমাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানানোর অনুরোধ করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো।”

বৃত্তি পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, “সাত সদস্যের পরিবারের কনিষ্ঠ সন্তান আমি। টিউশন করে নিজের পড়ালেখার খরচ নির্বাহের চেষ্টা করি। বৃত্তি পাওয়ার মাধ্যমে অনেক উপকৃত হলাম। বৃত্তি দাতাদের নিমট কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন।”
এসময় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শাহেদুর রশিদ বলেন, “প্রায় আঠারো বছর ধরে বৃত্তি প্রদান করা হচ্ছে। আমরা প্রতিবারই আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পরিমাণে কম হলেও আশা করছি বৃত্তিটি তোমাদের আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব করবে।”
এসময় আরো উপস্থিত ছিলেন আমার সংগঠনটির দাতা সদস্য আবিদ হোসাইন খান তপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কো-অর্ডিনেটর বাংলা বিভাগের অধ্যাপক এ এস এম আবু দায়েন, পদার্থ বিজ্ঞান বিভাগের ফরিদ আহমেদ, ফার্মেসী বিভাগে অধ্যাপক মো. সোহেল রানা প্রমুখ। এসময় সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
- জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু নির্বাচনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী