গুদাম থেকে চার হাজার ৪৮৮ লিটার পাম অয়েল উদ্ধার, দোকানির জরিমানা

লাস্টনিউজবিডি, ১৬ মে: নাটোরের সিংড়ায় গুদাম থেকে চার হাজার ৪৮৮ লিটার সুপার পাম অয়েল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১৫ মে) বিকেলে উপজেলার তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ বাজারে অভিযান চালিয়ে তেলগুলো উদ্ধার করে আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, লিটারপ্রতি ৩৭ টাকা বেশি দামে সুপার পাম অয়েল বিক্রির অভিযোগে মেসার্স বিমল চন্দ্র সাহার গুদামে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
পরে সেখান থেকে মজুত চার হাজার ৪৮৮ লিটার সুপার পাম অয়েল উদ্ধার করা হয়। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করে জব্দ তেল আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
- জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু নির্বাচনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী