বিএসইসির রাসায়নিক গুদাম নির্মাণ’ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান
লাস্টনিউজবিডি, ১৪ মে: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)’র চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি আজ দুপুর ১২:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত টঙ্গী, গাজীপুর অঞ্চলে অবস্থিত বিএসইসি’র আওতাধীন এটলাস বাংলাদেশ লি: ও বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিঃ এর কারখানা পারিদর্শন করেন।

এ সময় তিনি বিএসইসি কর্তৃক বাস্তবায়ানাধীন ‘ডিসপোজেবল রেজর ব্লেড প্লান্ট স্থাপন এবং বিদ্যমান প্লান্ট আধুনিকায়ন’ প্রকল্প এবং ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি সরোজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ‘ডিসপোজেবল রেজর ব্লেড প্লান্ট স্থাপন এবং বিদ্যমান প্লান্ট আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি ও ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে বলেন, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, দেশীয় শিল্পর উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি প্রাক্কলিত ব্যয় ৩৭ কোটি টাকার অধিক ব্যয়ে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার স্বার্থে প্রকল্প এলাকার পুরাতন ফ্যাক্টরির মেশিনারিজ স্থানান্তর এবং অন্যান্য কাজ চলমান রয়েছে।

‘রাসায়নিক গুদাম নির্মাণ’ প্রকল্প পরিদর্শন শেষে বিএসইসির চেয়ারম্যান বলেন প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কাজ যথা সময়ে শেষ করার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন এ প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হবে না। প্রয়োজনে দুই তিন শিফটে কাজ করে প্রকল্প মেয়াদের মধ্যে কাজ শেষ করতে হবে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) জনাব মুঃ আনোয়ারুল আলম, বিএসইসি’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব জনাব বদরুন নাহার, সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা-৫) জনাব সঞ্জয় কুমার ঘোষ, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ এর মহাব্যবস্থাপক (পি এন্ড ডি) জনাব ক্যাপ্টেন এম মাজহারুল ইসলাম জুয়েল (ই) পিএসসি, বিএন এবং জনাব মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ), বিএসইসি ও প্রকল্প পরিচালক জনাব খন্দকার জহিরুল হক উপস্থিত ছিলেন।

পুরানো ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম নিরাপদ স্থানে স্থানান্তরের লক্ষ্যে সরকার বিসিক-এর মাধ্যমে বৈধ কেমিক্যাল কারখানা ও কেমিক্যাল ব্যবসায়ীদের স্থায়ী ভাবে কারখানা ও গুদাম নির্মাণের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনা বাস্তবায়ন সময় সাপেক্ষ বিধায় অতিদ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান কেবলমাত্র বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীদের আমদানীকৃত কেমিক্যাল সংরক্ষণের জন্য বিএসইসি’র আওতাধীন কাঁঠালদিয়া, টঙ্গী, গাজীপুর-এর জায়গায় সম্পূর্ণ অস্থায়ীভাবে গুদাম নির্মাণের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তের আলোকে রাসায়নিক পদার্থ মজুদের নিমিত্ত সম্পূর্ণ অস্থায়ীভাবে গুদাম নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়। এ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৯১৭৪.৪৬ লক্ষ টাকা ।

রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় (৩৫’×৩৫’×১৫’ )আকারের ৫৩ (তিপান্ন) টি গুদাম ও গুদাম সংশ্লিষ্টদের জন্য (৭২’×৩৬’) আকারের তিন তলা বিশিষ্ট ২টি অফিস নির্মাণ, বিএসইসি’র ব্যবহারের জন্য (৫০’×৩৫’) আকারের একটি অফিস ভবন, ১টি মসজিদ, ১ লক্ষ গ্যালন ধারন ক্ষমতা সম্পন্ন ওভারহেড পানির ট্যাংক, ১ লক্ষ গ্যালন ধারন ক্ষমতা সম্পন্ন আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক, বৈদ্যুতিক সরঞ্জামাদি (সাব-স্টেশন, ট্রান্সফরমার, জেনারেটর), সিসি ক্যামেরা ও অনলাইন মনিটরিং সিস্টেম, স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, ড্রেন, রাস্তা, বাউন্ডারী ওয়ালসহ আনুসাঙ্গিক কাজ সম্পাদন করা হবে। প্রকল্পের ৫৩টি গুদামের মধ্যে ১ম পর্যায়ে ০৭টি গুদাম নির্মাণ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৪৬ (ছেচল্লিশ)টি গুদাম ও আনুসঙ্গিক স্থাপনা নির্মাণ করার লক্ষ্যে ৩০ জুন ২০২১ তারিখ ঠিকাদার প্রতিষ্ঠান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ এর সাথে চুক্তি সম্পাদন করা হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক চুক্তি অনুযায়ী নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
