ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রোড ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহতের নাম রশিদা বেগম (৬০)। তিনি উত্তর ঠাকুরগাঁও বকসে্র হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
আজ শনিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের বড় ছেলে রশিদ জানান, আমার ছোট ভাই রবিউল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আসি আমি ও আমার মা ট্রেনে উঠিয়ে দেওয়ার পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত