ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত লাশ, স্বামী আটক

লাস্টনিউজবিডি, ১৪ মে: কেরালার জনপ্রিয় মডেল তথা দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মে) ২০তম জন্মদিনের ঠিক পরের দিন কেরালার কোঝিকোড় শহরে অভিনেত্রী বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর স্বামীকে আটক করেছে পুলিশ।
সাহানা আত্মহত্যা করেছেন, না কি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বৃহস্পতিবার(১২ মে) সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে। সাহানার মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।
সূত্রের খবর, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন (ভিডিও)
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত