পুরো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিসারে প্রেমিক! অবশেষে ধরা

লাস্টনিউজবিডি, ১৩ মে: ভারতের বিহারের গণেশপুর গ্রামে বেশ কিছুদিন ধরে সন্ধ্যা হলেই বিদ্যুৎহীন হয়ে যাচ্ছিল পুরো গ্রাম। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেননি। পরে গ্রামবাসীরা দেখেন পাশের গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও গণেশপুরে অন্ধকার নেমে আসছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে বলা হয়, বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়টি সন্দেহ হলে খোঁজ নিতে শুরু করেন গ্রামবাসীরা। সেই তদন্তেই যা বেরিয়ে এলো, তাতে চোখ কপালে উঠে সবার।
গ্রামবাসীরা জানতে পারেন, গণেশপুরে বিদ্যুৎ না থাকার পেছনে বিদ্যুৎ বিভাগের কোন গাফিলতি নেই। বরং প্রতিদিন ইচ্ছাকৃত ভাবে তাদের গ্রামকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। আর সেই কাজটি করেন এক ইলেকট্রিশিয়ান। আসলে গণেশপুরে ওই ব্যক্তির প্রেমিকা থাকেন। ঠিক সন্ধ্যাবেলা সবার অগচরে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান তিনি। আর গ্রামে ঢোকার আগেই পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতেন তিনি। অন্ধকারে জমিয়ে চলতো তাদের প্রেম।
তবে এই যুগলকে হাতেনাতে ধরে ফেলেছেন গ্রামবাসীরা। অভিযুক্ত ইলেকট্রিশিয়ানকে মারধর করে গ্রাম প্রধানের উপস্থিতিতে দুজনকেই বিয়ে পড়িয়ে দেওয়া হয়।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
- জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু নির্বাচনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী