নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে বাংলাদেশি শিক্ষার্থী

লাস্টনিউজবিডি, ১৩ মে: নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন (২৪) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১১ মে) রাত ৯টার দিকে হান্টার কলেজ থেকে বাড়ি ফেরার জন্য চব্বিশ বছর বয়সী জিনাত হোসেন সাবওয়েতে অপেক্ষা করছিলেন। ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক দুর্বৃত্ত তাকে ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দেয়।
জিনাতের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে আতঙ্ক। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর ঘটনা প্রচার করে ট্রেনে চড়ার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। বেশ কিছুদিন ধরেই পাতাল স্টেশন সাবওয়েসহ নিউইয়র্কের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রেল লাইনে ছিটকে পড়েন জিনাত। সঙ্গে সঙ্গে ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যান। এ ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
নিহত জিনাতের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির জগতপুর গ্রামে। তার বাবার নাম আমির হোসেন। ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে আসেন তিনি। থাকতেন ব্রুকলিনের এইট এভিনিউয়ে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান বাবা আমির হোসেন ও মা জেসমিন হোসেন হিরা।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত