স্মরণীয় করে রাখতে বিয়ের পোশাকে আগুন নবদম্পতির

লাস্টনিউজবিডি, ১৩ মে: বিয়েকে স্মরণীয় করে রাখতে হলিউড সিনেমার কায়দায় ফটোশুট করেছেন এক দম্পতি, যা দেখে রীতিমত অবাক হওয়া ছাড়া উপায় নেই। পাত্র-পাত্রী দু’জনই নিজেদের গায়ে আগুন ধরিয়ে দৌড়াচ্ছেন। তাদের গায়ে সেই আগুন দাউদাউ করে জ্বলছে। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ঝড়ের গতিতে লাইক-শেয়ার পড়ছে। এমনকি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি।
জানা গেছে, নবদম্পতি দু’জনই এমন স্টান্ট দেখাতে একদম দক্ষ। আর এমন স্টান্ট সাধারণত বিভিন্ন মঞ্চে দেখানো হয়। মঞ্চে ইচ্ছা করেই গায়ে আগুন লাগিয়ে দেয়া হয়।
হলিউডের বিভিন্ন অ্যাকশন সিনেমায় এমন স্টান্ট ডাবল হিসেবে কাজ করেন গ্যাবি জেসপ এবং অ্যাম্বর বাম্বির। একসঙ্গে কাজের মাধ্যমে পরিচয় হয় দু’জনের। এরপর পরিচয় থেকে প্রেম। এ জন্য বিয়ের মতো গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখার জন্য হলিউডের সিনেমার কায়দায় ফটোশুট করলেন তারা।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে যে ফটোগ্রাফার এই ফটোশুট করেছেন তিনিও ভাইরাল হয়েছেন। ভিডিওটি টিকটকে ডিজে নামক একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। যা ইতোমধ্যে ১ কোটি ৩০ লাখেরও বেশি ভিউ হয়েছে। এতে ফটোগ্রাফার হিসেবে ছিলেন রাস পাওয়েল।
জানা গেছে, ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, যখন স্টান্ট লোকেরা বিয়ে করে। আর ফটোগ্রাফার পাওয়েল জানিয়েছেন, এরা প্রশিক্ষিত পেশাদার। বাড়িতে কখনো চেষ্টা করবেন না।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
- জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু নির্বাচনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী