বছরের প্রথম ‘ব্লাড মুন’, দেখা যাবে যেখান থেকে

লাস্টনিউজবিডি, ১৩ মে: আংশিক সূর্যগ্রহণের পর এ বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এ সপ্তাহের শেষেই সেই দৃশ্য দেখার সুযোগ মিলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এক ঘণ্টা ২৫ মিনিট ধরে চলবে এই গ্রহণ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ গোলার্ধের বেশিরভাগ জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
জানা যায়, এই সময় চাঁদের রং লালাভ হবে। যাকে বিজ্ঞানের পরিভাষায় ‘ব্লাড মুন’ বলা হয়। ‘ব্লাড মুন’দেখা যাবে দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে।
আগামী ১৫ এবং ১৬ মে এক ঝলক দেখা মিলবে ‘ব্লাড মুন’-এর। এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে ওইসব দেশগুলো।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত