চুলের সকল সমস্যা সমাধান হবে দারুচিনির গুণে

লাস্টনিউজবিডি, ১৩ মে: এবার বাজার চলতি প্রোডাক্ট নয়, বরং ব্যবহার করুন দারুচিনির তেল কিংবা দারুচিনি দিয়ে তৈরি প্যাক। আর রইল এই বিশেষ টোটকা। চুলে একাধিক সমস্যা সমাধানে দারুচিনি বেশ উপকারী। জেনে নিন কীভাবে ব্যবহার দারুচিনি।
চুল নিয়ে সারা বছর চলে চুল চেরা বিশ্লেষণ। সব মরশুমেই চুলের কোনও না কোনও সমস্যা লেগেই আছে। খুশকি, চুল পড়া, ডগা চেরা থেকে শুষ্ক চুলের সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকেন সকলে। এবার বাজার চলতি প্রোডাক্ট নয়, বরং ব্যবহার করুন দারুচিনির তেল কিংবা দারুচিনি দিয়ে তৈরি প্যাক। আর রইল এই বিশেষ টোটকা। চুলে একাধিক সমস্যা সমাধানে দারুচিনি বেশ উপকারী। জেনে নিন কীভাবে ব্যবহার দারুচিনি।
মধু, অলিভ অয়েল ও দারুচিনি দিয়ে হেয়ার মাস্ক ব্যবহার করুন। একটি পাত্রে ১ চা চামচ দারুচিনি গুঁড়ো নিন। তার সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু। এতে মেশান জলাপাই তেল। মিশ্রণটি চুলে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের যে কোনও সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমনই স্ক্যাল্পের যে কোনও সংক্রমণ থেকে মুক্তি পাবেন।
ডিম ও দারুচিনি দিয়ে হেয়ার মাস্ক বানাতে পারেন। এতে আছে ভিটামিন এ, বি ১২, জিঙ্ক, আয়রন, রাইবোফ্লাভিন নামক উপাদা থাকে। এটি পাত্রে ডিমের হলুদ অংশ নিন। তাতে মেশান ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো। মেশান ১ চা চামচ অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এই প্যাকের গুণে চুলের সকল সমস্যা সমাধান হবে।
নারকেল তেল ও দারুচিনির হেয়ার মাস্ক লাগাতে পারেন। একটি পাত্রে নারকেল তেল নিয়ে তাতে মেশান ১ টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশ্রণটি চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে চুলের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই। সপ্তাবে ২ থেকে ৩ দিন এই প্যাক লাগান।
দারুচিনি ও লবঙ্গ দিয়ে মাস্ক বানাতে পারেন। এক সঙ্গে লবঙ্গ ও দারুচিনি নিয়ে বেটে নিন। এবার এর সঙ্গে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে এই তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে চুলের সকল সমস্যা সমাধান হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। এতে চুলের যে কোনও সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমনই স্ক্যাল্পের যে কোনও সংক্রমণ থেকে মুক্তি পাবেন।
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত