ঢাকার ৫ কোম্পানির টি-ব্যাগে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি

লাস্টনিউজবিডি, ১৩ মে, হাসান সজীব, জাবি প্রতিনিধি: বাস্তুসংস্থান ও জীবদেহে বিরূপ প্রতিক্রিয়ার জন্য মাইক্রোপ্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্পতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণায় উঠে এসেছে দেশের প্যাকেটজাত টি-ব্যাগে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতির তথ্য।
গবেষণার নমুনা হিসেবে ঢাকার পাঁচটি ব্র্যান্ডেড কোম্পানির টি-ব্যাগ নেয়া হয়। আশ্চর্যজনকভাবে, সবগুলো কোম্পানির টি-ব্যাগেই উল্লেখযোগ্য হারে মাইক্রোপ্লাস্টিক কণা, উচ্চ শতাংশে মাইক্রোপ্লাস্টিক টুকরা (ফ্র্যাগমেন্টস), আঁশ (ফাইবার) এবং বিপুল পরিমাণ লাল, নীল, বাদামী রঙের উপস্থিতি লক্ষ্য করা গেছে৷
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী-শিক্ষক ও গবেষক সাদিয়া আফরিন, মোস্তাফিজুর রহমান, আহেদুল আকবর, আবু বকর সিদ্দিক, খবির উদ্দীন এবং ব্রাজিলের ফেডারেল ইনস্টিটিউট অফ এডুকেশন, সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক গিলার্ম ম্যালাফিয়ার যৌথ গবেষণা “ইজ দেয়ার টি কমপ্লিমেন্টেড উইদ দ্য এপিলিং ফ্লেভার অব মাইক্রোপ্লাস্টিকস? এ পাইওনিয়ারিং স্টাডি অন প্লাস্টিক পলিউশন ইন কমার্শিয়ালি এভেইলএবল টি ব্যাগস ইন বাংলাদেশ” শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে আসে। গবেষণাটি ইতিমধ্যে জনপ্রিয় জার্নাল ‘সায়েন্স অব টোটাল এনভায়রনমেন্ট’ কর্তৃক গৃহীত হয়েছে এবং অনলাইনে একটি কপি প্রকাশিত হয়েছে। https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0048969722029308#!
উক্ত গবেষণায় আরও উঠে আসে টিব্যাগে থাকা বেশিরভাগ মাইক্রোপ্লাস্টিক কণা ইথিলিন ভিনাইল এসিটেট (ইভিএ) , সেলুলোজ এসিটেট (সিএ) এবং এক্রিলোনাইট্রাইল বিউটাডাইইন স্টাইরিন (এবিএস) পলিমার দিয়ে তৈরি।
ইলেকট্রন মাইক্রোস্কোপ স্ক্যানিং থেকে প্রাপ্ত ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে একটি মসৃণ পৃষ্ঠের সাথে মাইক্রোপ্লাস্টিক ফাইবার কণাগুলি জালের মতো কাঠামো তৈরি করেছে। এছাড়াও রুক্ষপৃষ্ঠের অনিয়মিত আকারের কণাও পাওয়া গেছে গবেষণায়।
এই দূষকগুলির গড় আকার ছিল ২০০.৬ মাইক্রোমিটার থেকে ২২০.৭ মাইক্রোমিটার।
গবেষকরা দাবী করেছেন ঢাকার চা ব্যাগ থেকে প্রতি বছর গড়ে 10.9 মিলিয়ন গ্রাম মাইক্রোপ্লাস্টিকস নির্গমন হতে পারে।
এই গবেষকদলের অন্যতম সদস্য সাদিয়া আফরিন বলেন, “এর আগে বাংলাদেশে মাইক্রোপ্লাস্টিক নিয়ে তেমন গবেষণা হয়নি। রিস্ক এসেসমেন্টের কাজ বাংলাদেশে এই প্রথম, এর আগে কিছু কোয়ালিটেটিভ রিসার্চ হয়েছে। ২০২১ সালে টুথপেস্ট নিয়ে বাইরের দেশে একটি রিসার্চ হয়। সেই রিসার্চই আমাদের অনুপ্রাণিত করে একটি গাণিতিকভাবে রিস্ক এসেসমেন্ট করার। ব্র্যান্ডেড কোম্পানীগুলোর টি-ব্যাগ থেকে এত বেশি মাইক্রোপ্লাস্টিক নির্গমনের (বছরে ১০.৯ টন) সম্ভাব্যতা আমাদের ধারণার বাইরে ছিল। সারাদেশের হিসেবে এটা আরও ব্যাপক হবে। “
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন “এই স্টাডিটা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখায় যে, প্রতিদিন সকালে ফ্রেশনেসের জন্য চায়ের কাপে যে টি-ব্যাগটা আমরা দিচ্ছি, সেই টি-ব্যাগ আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি বহন করছে। এটা কখনোই আকাঙ্ক্ষিত হতে পারে না। প্রতিদিনের অপরিহার্য এই ফুড আইটেমে এধরণের দূষণ সত্যি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই দেশের স্বনামধন্য টি-ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানে যারা আছেন, তাদেরকে আরও সচেতন হওয়া উচিত। যেহেতু এধরণের স্টাডি বাংলাদেশে এই প্রথম হয়েছে, তাই তারা এই দূষণ সম্পর্কে অবগত না থাকাটায় স্বাভাবিক। তবে এখন তারা এই রিসার্চের উপর ভিত্তি করে টি-ব্যাগের কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে পারে। শুধু এই রিসার্চের উপর ভিত্তি করে নয়, তারা নিজেরা চাইলে পৃথক রিসার্চ করে, মানুষ ও পরিবেশের ক্ষতি না করার উদ্দেশ্যে অন্যান্য পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বিশ্বাস করতে চাই, তারা অন্তত এই রিসার্চের পর প্রয়োজনীয় পরিবর্তন আনায় আগ্রহী হবেন। স্বাস্থ্যগত ও পরিবেশগত ঝুঁকি এড়িয়ে একটি ব্যবস্থা গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করবেন।”
মাইক্রোপ্লাস্টিকের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি জানান- মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের প্রতিক্রিয়া সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে সারাবিশ্বে এখনো উল্লেখযোগ্য কোন কাজ হয় নি। তবে আমরা পশু-পাখির উপর এর আগে রিসার্চ করেছি। প্লাস্টিক হজম হয় না, তাই এটি দেহে জমা থাকে এবং অন্যান্য ক্ষতিকর দূষক ও অণুজীবের ভেক্টর হিসেবে কাজ করে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।
বাজারের টি-ব্যাগ কোম্পানীর নাম উল্লেখ না করলেও তিনি বলেন, “আমরা কারও নাম উল্লেখ করতে চাই না। যদিও গবেষণার এথিকস অনুযায়ী আমরা এটা করতে পারি। তবে পাঁচটি ব্র্যান্ডেড টি-ব্যাগ প্রস্তুতকারীর মধ্যে আপনার রোজকার দিনের টি-ব্যাগটিও আছে নিশ্চয়। সবগুলোতেই এধরণের মাইক্রোপ্লাস্টিক দূষণের উপস্থিতি সত্যিই মারাত্মক।”
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত