কোহলির পাশে পাক ক্রিকেটার রিজওয়ান

লাস্টনিউজবিডি, ১২ মে: আইপিএলে খারাপ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ব্যাটে এখনও রানের খরা সেভাবে কাটেনি তার। অনেকেই এই ছন্দ নিয়ে উদ্বিগ্ন।
বিশেষত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির এ রকম খারাপ ছন্দ থাকলে ভারতের কী হবে, সেটা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ২৪ হাজার রান তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো শতক নেই। তবে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে শতকের সংখ্যা তার ৭০। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজারের ওপর রান, স্বীকৃত টি-টোয়েন্টিতেও তাই।
সব মিলিয়ে বিরাট কোহলির ক্যারিয়ারটা বর্ণাঢ্যই। এই কোহলিই কিনা এবারের আইপিএলে ব্যাট হাতে ধুঁকছেন। ১২ ম্যাচে ১৯.৬৩ গড়ে তার রান মাত্র ২১৬। সর্বোচ্চ রানের ইনিংসটা ৫৮ রানের, সেটাও তিনি খেলেছেন ৫৩ বলে।
কোহলির এমন সময়ে তার পাশে দাঁড়ালেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের দলের ক্রিকেটার রিজওয়ান। পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান জানালেন, কোহলির রানে ফেরা সময়ের অপেক্ষা।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে দশ উইকেটে হেরেছিল ভারত। বাবর আজমের পাশাপাশি সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রিজওয়ান। এখন কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি। ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকউইকে তিনি বলেছেন, ‘কোহলি দুর্দান্ত মানের ক্রিকেটার। কিন্তু এই পর্যায়ে তার একটা খারাপ সময় চলছে। তার জন্য প্রার্থনা করা ছাড়া কোনও উপায় নেই। কারণ আমরা সবাই জানি সে কতটা পরিশ্রম করে।’
রিজওয়ান আরও যোগ করেছেন, ‘খারাপ সময় তো সবারই আসে। তারপর এক সময় সব সহজও হয়ে যায়। প্রায় প্রত্যেক ক্রিকেটারই কোনও দিন শতরান করে, আবার কোনও দিন শূন্য রানে আউট হয়ে যায়। তাই আমি তার জন্য শুধু প্রার্থনাই করতে পারি। আশা করি কঠোর পরিশ্রমের সাহায্যে খুব দ্রুতই সব নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে সে।’
লাস্টনিউজবিডি/পি
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত