৯ স্ত্রীকে খুশি করতে প্রতি মাসে ‘সেক্স রুটিন’!

লাস্টনিউজবিডি, ০৯ মে: ব্রাজিলের সুপুরুষ আর্থার উরসুকে দেখুন। একটি নয়, দুটি নয়, একেবারে ৯ বউকে নিয়ে দিব্য কাটাচ্ছেন সংসার। শুধু তাই নয়, দিন কাটছে একেবারে খোশমেজাজে। কিন্তু এই ৯ বউকে কীভাবে সামলাচ্ছেন ব্রাজিলের মডেল আর্থার? সেখানেই তো আসল কেরামতি!
একটু বিশদে বলা যাক। প্রেম, ভালবাসা, যৌনতাকে শুধুমাত্র একটি মানুষের কাছে আবদ্ধ রাখতে চান না আর্থার। বরং তাঁর বিশ্বাস, প্রেম উজাড় করে দাও, যৌনতা দিয়ে ভরিয়ে দাও সবার জীবন। এই উন্মুক্ত প্রেমকে সেলিব্রেট করার জন্যই ৯ জন মেয়েকে বিয়ে করেন আর্থার। আর ৯ জন বউকে সমস্ত সুখ দেয়ার জন্য যথেষ্ট খাটাখাটিও করেন তিনি।

ঠিক যেমন, কাকে, কোন দিন, আদর করবেন, তার রুটিন তৈরি করে ফেলেছেন আর্থার। সপ্তাহে কত নম্বর স্ত্রীয়ের সঙ্গে যৌনতায় মেতে উঠবেন তা আগে থেকে ছকে রেখেছেন তিনি। সোম থেকে রবি একেবারে রুটিন তৈরি। মাস অনুযায়ী, বদলেও যেতে থাকে স্ত্রী। শুধু তাই নয়, আর্থার মাথায় রাখেন স্ত্রীদের ঋতুস্রাবের তারিখও। আর সেটা মাথায় রেখেই যৌনতায় মেতে ওঠেন তিনি।
যৌনতার ব্যাপারে একেবারেই বিন্দাস আর্থার। এমনকী, স্ত্রীদের বলাই আছে, প্রয়োজনে গ্রুপ সেক্সেও মেতে উঠতে পারেন সবাই। ঘনিষ্ঠমহলে আর্থার জানিয়েছেন, সব স্ত্রীই আমার কাছে সমান প্রিয়। তাই আমার আদরের ভাগ যেন কারও কাছে বেশি বা কম না হয়, সে কারণেই এই সেক্স রুটিন!
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- প্রেমিকার সঙ্গে দেখা করতে বোরকা পরে গার্লস হোস্টেলে প্রেমিক!
- জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু নির্বাচনসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
- পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিরামপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- পদ্মা সেতু এলাকায় মোবাইল নেটওয়ার্ক জোরদার
- পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী