৫ বস্তা ওষুধসহ আটক ৩

লাস্টনিউজবিডি, ২৮ এপ্রিল: খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকায় পাঁচ বস্তা ওষুধসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে ওষুধগুলো বৈধ নাকি অবৈধ তা যাচাইয়ের চেষ্টা করছে পুলিশ।
বুধবার রাতে নিউমার্কেট এলাকা থেকে ওষুধগুলো উদ্ধার হয়।
আটকরা হলেন- নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার ইয়াসিন (৪০), ইমন (২০) এবং আজগর (২২)। তাদের মধ্যে ইয়াসিন ওই ওষুধের মালিক এবং অন্য দুইজন ইজিবাইকের চালক। তারা পালাক্রমে ইজিবাইকটি চালাতেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এক ব্যক্তি বরিশাল থেকে বিআরটিসির বাসে করে সন্ধ্যা ৬টার দিকে নিউমার্কেট এলাকায় পৌঁছান। তিনি পাঁচটি প্লাস্টিকের বস্তাভর্তি ওষুধ নিয়ে নগরীর টুটপাড়া এলাকায় যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। তখন সেখানে কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট অবৈধ ওষুধ কারবারি সন্দেহে ওই তিনজনকে আটক করেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওষুধগুলো সরকারি বা অবৈধ কি না, তা যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। সন্দেহের সত্যতা সাপেক্ষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ