সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

লাস্টনিউজবিডি, ১৫ এপ্রিল: সাভারের আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবোর আমতলা এলাকায় ম্যাগপাই কম্পোজিট কারখানায় ৭তম তলায় এই আগুনের সূত্রপাত হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর পুতিরাম মন্ডল বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। কারখানাটির ৭ম তলায় গোডাউনে ঝুটসহ অন্যান্য মালামাল ছিল। সেখানেই আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, এখন ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত