করোনায় ফের মৃত্যুশূন্য, শনাক্ত ৩৬

লাস্টনিউজবিডি, ৬ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় দিনের মতো করোনায় নতুন শনাক্ত ৩৬ জন। এদিনে সারাদেশে করোনায় আক্রন্ত হয়ে কারো মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭৮৫ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশ ভ্যান, নিহত কনস্টেবল
- অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা
- ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক আজ
- আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ
- সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে: পিআইও