বাড়ছে সরবরাহ, সন্ধ্যায় কাটবে গ্যাস সংকট

লাস্টনিউজবিডি, ৫ এপ্রিল: বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা জনিত কারণে জরুরি মেরামতের জন্য বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ কম ছিলো।তবে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। যা মোট সরবরাহের থেকে ১০০ মিলিয়ন ঘনফুট বেশি, তখন গ্যাস সংকট কেটে যাবে।
মঙ্গলবার (০৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল গত দুইদিন। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীরা নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে সংকট কেটে উঠতে শুরু করেছে।
‘বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় যা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ সন্ধ্যা নাগাদ যা ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে। ‘
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত