বাড়ছে সরবরাহ, সন্ধ্যায় কাটবে গ্যাস সংকট

লাস্টনিউজবিডি, ৫ এপ্রিল: বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা জনিত কারণে জরুরি মেরামতের জন্য বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ কম ছিলো।তবে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। যা মোট সরবরাহের থেকে ১০০ মিলিয়ন ঘনফুট বেশি, তখন গ্যাস সংকট কেটে যাবে।
মঙ্গলবার (০৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল গত দুইদিন। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীরা নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে সংকট কেটে উঠতে শুরু করেছে।
‘বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় যা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ সন্ধ্যা নাগাদ যা ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে। ‘
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- কেউ মরণকামড় দিলে আমরাও প্রতিহত করবো: সেনাপ্রধান
- যৌক্তিক দাবিতে ১০ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে: ইসি
- কমদামি হোটেলে খেয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন: মিতু
- মেয়েরা গোপনে অনলাইনে যে ১০টি জিনিস বেশি সার্চ করে
- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী
- প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন: টিআইবি