আজও করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৮১

লাস্টনিউজবিডি, ১ এপ্রিল: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা থাকলো ২৯ হাজার ১২২ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে।
আজ শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক দশমিক ০৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জনে।
এছাড়া একই সময়ে ৭ হাজার ৩৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয় ৭ হাজার ৪১৩টি নমুনা। দেশে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ৩১ হাজার ৪২০টি।
দেশে ২০২০ সালের ৮ মার্চ শনাক্ত হয় প্রথম করোনারোগী। আর একই বছরের ১৮ মার্চ করোনায় দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে: পিআইও
- ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ
- ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের-জেডি, সামিট গ্রুপের প্রকৌশলী আহত
- জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর
- ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে আ.লীগ
- রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল