করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, বাড়লো শনাক্ত

লাস্টনিউজবিডি, ৩১ মার্চ: সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রন্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই থাকল। তবে একদিনের ব্যবধানে শনাক্ত কিছুটা বেড়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৯ মার্চ) করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এদিন করোনা শনাক্ত হয় ৬৯ জনের দেহে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় মোট ৪ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩১ জনের। এছাড়া একই সময়ে নতুন করে আরও ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৮১৮ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
লাস্টনিউজবিডি/এসএম
সর্বশেষ সংবাদ
- ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পুলিশ ভ্যান, নিহত কনস্টেবল
- অবরোধের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন
- বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা
- ইসির সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক আজ
- আজ থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ