রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটিতে জাবির মেধাবী মুখ

হাসান সজীব, জাবি প্রতিনিধি: বাংলাদশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার নতুন ঘোষিত কমিটিতে উপ-গণশিক্ষা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেধাবী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম টিটু।
তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর পর্বের (৪৪ ব্যাচ) শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।
গত ১১মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷ এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা৷
মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ কর্মী শাহাবুদ্দিন তালুকদার বলেন, “একজন সৎ ও নিষ্ঠাবান কর্মী হিসেবে টিটু ভাইকে সবসময় পাশে পেয়েছি৷ সাধারণ শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধায় তিনি ছুটে এসেছেন সবসময়৷ রাজশাহী মহানগরের কমিটিতে দায়িত্বলাভ তার নিরলস পরিশ্রমের প্রাপ্তি৷ আশা করি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এগিয়ে নিতেও তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।”
অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফুল ইসলাম টিটু বলেন, “রাজশাহী আমার প্রাণের শহর৷ রাজশাহীর ছাত্রদের সুখ-দুঃখের অংশীদার হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি৷ বিশ্ববিদ্যালয়ের শত ব্যস্ততার মাঝেও আমি নিয়মিত রাজশাহী ছুটে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি৷ এ ধারা সামনেও অব্যাহত থাকবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, আরিফুল ইসলাম টিটুর জন্ম ও বেড়ে উঠা রাজশাহী মহানগরে৷ রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজে পড়াশুনার সময় রাজনীতিতে হাতেখড়ি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন হল শাখার ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। বর্তমানে হল শাখার একাংশের নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ও রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
লাস্টনিউজবিডি/আখি