বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল -দিল্লীতে মাতলুব আহমাদ (ভিডিও)

লাস্টনিউজবিডি, ২৩ মার্চ: বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন (BAAMA) আব্দুল মাতলুব আহমাদ দিল্লীতে অনুষ্ঠিত গ্লোবাল “অটো- টেকনোলজি পার্টনারশিপ সামিট ও এক্সপো” উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের নানা দিক উপাস্হাপন করে বলেন,বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল ।

অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস এসোসিয়েশন অফ ইন্ডিয়া ( ACMA) এর আয়োজনে ২৩-২৪ মার্চ ভারতের উত্তর প্রদেশে অনুষ্ঠিত হলো গ্লোবাল “অটো-টেকনোলজি পার্টনারশিপ সামিট ও এক্সপো”। এতে আমন্ত্রিত বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন (BAAMA) এর এক প্রতিনিধি দল যোগদান করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বামা’র প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ। প্রতিনিধিদলে অন্য যারা ছিলেন,

List of Bangladesh Delegates to attend the Auto Technology Partnership Summit & Expo
List of Business Delegates



তিনি বলেন, এই গ্লোবাল সামিট ও এক্সপোতে যোগদানের উদ্দেশ্য ছিল ইলেক্ট্রিক ভেহিক্যাল ও অন্যান্য গাড়ির এবং এগুলোর কম্পোনেন্ট এর আন্তর্জাতিক প্রযুক্তি ও বাজার সম্পর্কে ধারণা লাভ করা। অটোমোবাইল খাতে ভারত খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন আমাদেরও সময় এসেছে এই খাতের জন্য নতুন ও কার্যকরী পলিসি তৈরির মাধ্যমে স্থানীয় উৎপাদনে যাওয়া এবং পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের বিকাশ ঘটানো। তিনি ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে এখাতে ইনভেস্টের জন্য আহবান জানান এবং এজন্য প্রয়োজনীয় সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও জানান, সামনের অক্টোবরে আমরা বাংলাদেশ এধরণের আন্তর্জাতিক অটো কম্পোনেন্ট এক্সপো’র আয়োজন করতে যাচ্ছি৷

উল্লেখ্য, জার্মানি, কোরিয়া, তাইওয়ান,ইংল্যান্ড, স্পেন, কলম্বিয়াসহ অর্ধ শতাদিক দেশের প্রতিনিধি দল এতে যোগদান করেন। মেলায় শতাধিক স্টল স্তান পায় ।

সম্মেলনে ইলেক্ট্রিক ভেহিক্যাল প্রযুক্তিকে সম্প্রসারিত কারার উপর আলোচনা অনুষ্ঠিত হয় পাশাপাশি ক্রমবর্ধমান অটো কম্পোনেন্ট মার্কেটের বৈশ্বিক বাজারেকে আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
মেলা উদ্বোধন কালে বামার প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদের উপস্থিতি ছিল লক্ষনীয় । তাকে নিয়েই গ্লোবাল “অটো- টেকনোলজি পার্টনারশিপ সামিট ও এক্সপো” উদ্বোধন করা হয় ।
