নতুন সাশ্রয়ী ট্রাক এলপিটি ষোলতের কিং পিকআপ উদ্বোধন করলেন মাতলুব আহমাদ

লাস্টনিউজবিডি, ২০ মার্চ: টাটা মটরস এবং এর একমাত্র ডিস্ট্রিবিউটর নিটল মটরস বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন সাশ্রয়ী বানিজ্যিক গাড়ি এলপিটি ষোলতের কিং (LPT 1613 KING)। দেশের পণ্য পরিবহন ব্যবস্থার এক নতুন সমাধান হবে 1613 King।
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফিতা কেটে এই পিকআপের শুভ উদ্ভোধন করেন মাতলুব আহমাদ।
নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ-ভারত চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি, কর বাহাদুর আব্দুল মাতলুব আহমাদ বলেন এই ক্যাটাগরিতে 1613 King সবচেয়ে সাশ্রয়ী একটি ট্রাক। ফলে যারা পরিবহন ব্যবসায় আসতে চাচ্ছেন তাদের জন্য এটি হবে উপযুক্ত গাড়ি। এই গাড়ির এমন কিছু শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে যা ভারী ও অধিক পণ্য পরিবহনের কাজকে সহজতর করবে। এটি অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী এবং গাড়ির সাথে আপনি পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি। দেশের পরিবহন ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে TATA 1613 King. আশাবাদ মাতলুবের ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সৌমিত্র পল ( হেড অফ মার্কেটিং কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল বিজনেস – টাটা মটরস)। উপস্থিত ছিলেন জনাব আব্দুল মারিব আহমাদ (ভাইস চেয়ারম্যান, নিটল নিলয় গ্রুপ), জনাব মুহাম্মাদ সেলিম ( ফাইন্যান্স ডিরেক্টর, নিটল মটরস লিমিটেড), জনাব মোহাম্মদ তানবীর শহীদ ( সিইও, সেলস এন্ড মার্কেটিং, নিটল মটরস লিমিটেড), জনাব বোদ প্রকাশ মুখিয়া (কান্ট্রি হেড, টাটা মটরস, বাংলাদেশ),
জানা গেছে, শক্তিশালী ও নির্ভরযোগ্য যন্ত্রাংশে তৈরি LPT 1613 King রকমারি পণ্য পরিবহনে ব্যবহার করা যাবে। টাটা মটরসের আধুনিক ইঞ্জিনিয়ারিং সিস্টেম দ্বারা সমর্থিত, LPT 1613 BSIII TCIC উন্নত কেবিন প্রযুক্তি, রেডিয়াল টায়ার, উচ্চতর জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা এবং উন্নত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সমন্বয়ের মাধ্যমে অধিকতর ভালো পারফরম্যান্স প্রদান করে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে–
☞ এই শ্রেণীর যেকোনো গাড়ির চেয়ে বেশি জ্বালানি সাশ্রয়ী
☞ খালি অবস্থায় গাড়ির ওজন অনেক কম – ফলে বেশি পণ্য পরিবহন করতে পারে
☞ নির্ভরযোগ্য যন্ত্রাংশ
☞ এন্টি লক ব্রেকিং সিস্টেম
☞ রেডিয়াল টায়ার
LPT 1613 রেঞ্জের বিশেষত্ব হচ্ছে এর নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন ধরন। একাধিক হুইলবেস এবং বডি অপশন থেকে আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারেন, যা অধিক লোড বহন করে এবং আপনার উপার্জনকে বাড়িয়ে দেয়। পাশাপাশি এলপিটি 1613 কিং থেকে পাওয় যাবে ধারাবাহিক উচ্চ মাইলেজ এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা, যা বছরের পর বছর ধরে একটি স্থির আয়ের নিশ্চয়তা দেয়।
টাটা GBS 600 গিয়ারবক্স যুক্ত নির্ভরযোগ্য ইঞ্জিনের এলপিটি ১৬১৩ কিং অধিক মুনাফা অর্জনের দরজা খুলে দেয় এবং কমিয়ে দেয় সার্বিক অপারেটিং খরচ। পাশাপাশি এই গাড়ির রেডিয়াল টায়ার, শক্তিশালী সাসপেনশন এবং রেয়ার এক্সেল (RA 110) বাংলাদেশের ড্রাইভিং কন্ডিশনের জন্য খুবই উপযোগী।
এই ট্রাকের উন্নত কেবিন ও এন্টি লক ব্রেকিং সিস্টেম দেয় নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং এর অভিজ্ঞতা।
টাটা মটরস
১০৯ বিলিয়ন ডলারের টাটা গ্রুপের অংশ টাটা মটরস লিমিটেড, যেটি বর্তমানে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিষ্ঠান এবং বিশ্বের অটোমোবাইল প্রস্তুতকারকদের মধ্যে প্রতিনিধিত্বকারী কোম্পানি, যা কার, ইউটিলিটি ভেহিক্যালস, পিকআপ, ট্রাক, এবং বাস তৈরি করে, পাশাপাশি প্রদান করছে বিভিন্ন ধরনের সমন্বিত, স্মার্ট ও ই- মোবিলিটি সল্যুশনস। “কানেক্টিং এসপিরেশন্স” এই প্রতিপাদ্যকে ব্রান্ড প্রমিসের মূল জায়গায় রেখেছে টাটা মটরস এবং এটি বর্তমানে ভারতের বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে মার্কেট লিডার ও প্রাইভেট কারের ক্ষেত্রে প্রথম তিনের মধ্যে অবস্থান করছে।
টাটা মটরস সবসময়ই চেষ্টা করে আসছে নতুন নতুন পণ্য নিয়ে আসতে, যেগুলো নতুন প্রজন্মের ক্রেতাদের কল্পনাকে নাড়া দেবে এবং এই গাড়ি গুলোর ডিজাইন করা হয় স্টেট অফ দ্যা আর্ট ডিজাইন এবং আর এন্ড ডি সেন্টারগুলোতে ( ইন্ডিয়া, ইউকে, ইউএস, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত)। প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর অটোমোটিভ সল্যুশন উপর গুরুত্ব প্রদান করে, কোম্পানি তার উদ্ভাবনী প্রচেষ্টাকে উদাহরণমূলক প্রযুক্তি তৈরির জন্য ব্যবহার করছে যেগুলো হবে স্থায়ী এবং মার্কেট ও গ্রাহকদের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ। টাটা মটরস ইন্ডিয়াতে ইলেকট্রিক গাড়ির রূপান্তর ব্যবস্থার প্রবর্তক।
১০৩টি সাবসিডিয়ারিস, ৯টি সহযোগী প্রতিষ্ঠান, ৪টি জয়েন্ট ভেঞ্চার এবং ২টি জয়েন্ট অপারেশনের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে টাটা মটরস তার অপারেশন চালাচ্ছে ইন্ডিয়া, ইউকে, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ায়। টাটা মটরসের বাণিজ্যিক ও প্যাসেঞ্জার ভেহিক্যালগুলো বাজারজাত হচ্ছে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য CIS দেশগুলোতে।

নিটল মটরস
নিটল নিলয় গ্রুপের প্রধান অংগ সংস্থা হলো নিটল মটরস লিমিটেড, যা ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে টাটা মটরসের সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং সবচেয়ে বেশি মার্কেট শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটি দেশের বানিজ্যিক গাড়ির জগতে প্রতিনিধিত্ব করে আসছে।
একটি গতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আশির দশকে যাত্রা শুরু করে নিটল মটরস। দেশের পরিবহন খাতের আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে টাটা মটরসকে সাথে নিয়ে নিটল মটরস শুরু করে এক সুদীর্ঘ যাত্রা।
একটি প্রতিশ্রুতিশীল গ্রাহকসেবার কারণে নিটল মটরস আজ একটি সুপরিত নাম । মাত্র ২০ বছরেরও কম সময়ে সেবার উৎকর্ষ দিয়ে প্রতিষ্ঠানটি অর্জন করে ক্রেতাদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা (customer testimonial
বর্তমানে বাংলাদেশে আমাদের রয়েছে সার্ভিস ও স্পেয়ার পার্টস এর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক- যা গড়ে উঠেছে ৬৮টি সার্ভিস আউটলেট এবং সাতশো’র অধিক স্পেয়ার পার্টস আউটলেট নিয়ে। দেশের প্রতিটি কোনায় পৌঁছে দিয়েছি আমাদের বিক্রয়োত্তর সেবার পরিধি যা গ্রাহকদের দিচ্ছে নির্ভাবনায় পথ চলার অভিজ্ঞতা।
দেশের মানুষের কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য নিটল মটরস টাটা মটরসকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের মদনপুরে একটি মেকানিক ট্রেনিং স্কুল স্থাপন করেছে। এছাড়া সঠিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য কিশোরগঞ্জে নির্মাণ করেছে ড্রাইভিং ট্রেনিং স্কুল।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে অনবদ্য অবদান রেখে চলেছে নিটল মটরস। জাতীয় রাজস্বখাতে অপরিসীম ভূমিকার কারণে ২০১৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ কর বাহাদুর স্বীকৃতিতে ভূষিত হয় নিটল-নিলয় পরিবার।