তারেক রেজার চতুর্দশপদী কবিতার সংকলন ‘প্রবচন নির্বাসনে’

হাসান সজীব, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজার চতুর্দশপদী কবিতার বই ‘প্রবচন নির্বাসনে’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স লিমিটেড।
যেকোন ভাষায় প্রবাদ-প্রবচন সে ভাষার সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়৷ প্রবাদ-প্রবচন হলো জ্ঞানের আকর। তবে সময় ও যুগের পরিবর্তনের সাথে সাথে প্রবাদের অর্থও পরিবর্তিত হয়। ‘প্রবচন নির্বাসনে’ মূলত সেই পরিবর্তনকে তুলে ধরে, গতানুগতিকতার বাইরে গিয়ে প্রবচনের অর্থ দাঁড় করায়৷ তবে এই পরিবর্তন পাঠক মনে কাব্যবোধ জাগ্রত করতে আপস করে নি।
কবি তারেক রেজা তার কবিতায় লিখেছেন, খালি কথায় চিড়ে না ভিজলেও তেলতেলে কথায় চিড়ে ভিজছে আজকাল। কোন বিষয় সম্পর্কে অল্পজ্ঞান থাকা মানুষ বোঝাতে ‘আদায় ব্যাপারীর জাহাজের খবর’ ব্যবহৃত হলেও আজকাল প্রায় সকল ক্ষেত্রে অল্পজ্ঞানের মানুষজনের আধিক্যই দেখা যায়। চোরের মায়ের বড় গলা প্রবাদকে তিনি ভিন্নভাবে তুলে আনতে লিখেছেন ‘চোরের মায়ের বড় গলা’ এখন ‘ডাকাতের ছুরি’ হতে চায়। একসময় প্রাচুর্যতা বোঝাতে ‘গোলাভরা ধান’ ব্যবহৃত হলেও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ‘গোলাভরা গোলামি’ শব্দযুগল ব্যবহার করেছেন তিনি।
এছাড়াও তিনি লিখেছেন-
“চতুরের হাত থেকে সেই কবে খসে গেছে দড়ি
আমি তার মাসতুতো- ভক্তিরসে মাল্যদান করি”
বর্তমান সমাজ বাস্তবতায় দেখা যায়- অতি চালাক-চতুরদের গলায় দড়ি না থেকে, ধূর্তদের স্থান হয়েছে সমাজের উচ্চাসনে এবং আমরা সেসব ব্যক্তিদের মাল্যদান করছি নিয়মিত।
কবি তারেক রেজা তার সৃষ্টি সম্পর্কে বলেন, “প্রবচন নির্বাসনে মূলত সমকালীন সমাজ, সংস্কৃতি, রাজনীতিতে অনুপ্রবেশকৃত অসঙ্গতি ও বিশৃঙ্খলাগুলোকে তুলে আনার প্রয়াস। একজন সচেতন মানুষ হিসেবে এসব অসঙ্গতির চর্চা আমাদের আহত করে, বিক্ষত করে। প্রবাদ প্রবচনের আশ্রয়ে আমি মূলত সেসবই তুলে আনার চেষ্টা করেছি৷”
‘প্রবচন নির্বাসনে’ কাব্যগ্রন্থে মোট ৭২ টি কবিতায় নানা আঙ্গিকে উঠে এসেছে আনন্দ, প্রেম, দুঃখবোধ, স্যাটায়ার, সমাজ বাস্তবতা কিংবা রাষ্ট্র। প্রতিটি কবিতা সহজের ছদ্মবেশে তুলে এনেছে নিগূঢ়-গভীর জীবনবোধকে। বাংলা কবিতায় নতুন এক বাগভঙ্গির সূচনা করলো কবি তারেক রেজার ‘প্রবচন নির্বাসনে’।
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত