মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা, ৩ শিক্ষক আটক

লাস্টনিউজবিডি, ৬ মার্চ: চট্টগ্রামের বোয়ালখালীতে হেফজখানার মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের (০৭ ) মাদ্রাসার দোতলার খালি একটি কক্ষে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার (০৫ মার্চ) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লাহুম্মা হযরত শেখ অছিয়র রহমান ফারূকী (ক:) এতিমখানা ও হেফজ খানায় এ নৃশংস হত্যাকান্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর মাসে আল্লাহুম্মা হযরত শেখ অছিয়র রহমান ফারূকী (ক:) এতিমখানা ও হেফজ খানায় নাজেরা বিভাগে ভর্তি হয়।পড়াশোনার ছয় মাস না যেতেই নির্মম হত্যাকান্ডের শিকার হয় শিশু মাশফিক। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্র-অভিভাবক ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। এই ঘটনায় স্বজনদের মনে ভীতি সঞ্চার হয়। ক্ষোভে ফুঁসে উঠেন স্থানীয়রা। নিহত মাশফিক ফকিরাখালী এলাকার প্রবাসী আবদুল মালেকের সন্তান। সে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।
নিহতের মামা মাসুদ খান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে মাদ্রাসার এক শিক্ষক বাড়িতে গিয়ে বলেন মাশফি বাথরুমে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি। খবর পেয়ে আমরা মাদ্রাসায় ছুটে যাই। মাদ্রসা ছাত্ররাসহ আমরা সকলে মাদ্রাসা এলাকায় তাকে খুঁজতে থাকি। এক পর্যায়ে কয়েকজন মাদ্রাসা ছাত্র মাদ্রাসার স্টোর রুমে মালামালের চাপায় পাঁ দেখতে পেয়ে চিৎকার করে কান্না করতে থাকলে সেখানে এগিয়ে যাই। স্টোর রুমে ব্যানারে মোড়ানো মাশফির গলাকাটা রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে সেখান থেকে নিচে নিয়ে আসি। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে মাশফি’র নিথর দেহ পুনরায় স্টোর রুমে নিয়ে রেখে দিয়ে মাদ্রাসার গেইটে তালা দিয়ে রাখে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবদুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এসময় জিজ্ঞাসা বাদের জন্য হাফেজ জাফর আহম্মদ, হাফেজ রুস্তম আলী, শাহাদাত হোসেন নামে তিন মাদ্রসার শিক্ষককে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম, সেবা) ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে জানান, এটি একটি নৃশংস হত্যাকান্ড। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
লাস্টনিউজবিডি/ম
সর্বশেষ সংবাদ
- বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন আব্দুল গাফ্ফার চৌধুরী
- পি কে হালদারের সকল কোম্পানির শেয়ার ফ্রিজের নির্দেশ
- মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
- বুবলী-আদরের ট্রেলারে, নেটিজেনদের চোখ কপালে
- জাবিতে ‘Students Attitudes on Whistleblowing’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
- বিরামপুরে আদমশুমারী বিষয়ক সভা অনুষ্ঠিত