জাহিদ আল হাসানের প্রথম কাব্যগ্রন্থ “প্রেমিকেরা যখন অন্ধ ছিল”

লাস্টনিউজবিডি, ২৮ ফেব্রুয়ারি: অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এ প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জাহিদ আল হাসানের প্রথম কাব্যগ্রন্থ প্রেমিকেরা যখন অন্ধ ছিল।
এটি মূলত একটি প্রেমের বই ৷ প্রেমের প্রস্ফুটিত বিষয়গুলো এখানে ফুটে উঠেছে৷ প্রেমের অন্ধতা, সৌন্দর্য ও প্রেমের সাথে জীবনবোধের যোগসূত্র এতে রয়েছে৷ এছাড়াও এ কাব্যগ্রন্থে ঈশ্বর ও আধ্যাত্মবাদের কবিতা রয়েছে যা পাঠককে ভিন্নভাবে ভাববার সুযোগ করে দিবে।
প্রথম বই প্রকাশের অনুভূতি সম্পর্কে লেখক জাহিদ আল হাসান বলেন, প্রথম বই প্রকাশের অনুভূতি অসাধারণ। এবারের মেলায় বই থাকায় বিগত বছরের থেকে এবারের মেলা অন্যরকম৷ আমার সৃষ্টিকর্ম আমি ছড়িয়ে দিয়েছি৷ এখন পাঠকের হৃদয় ও মস্তিষ্কে তা আলোড়ণ সৃষ্টি করতে পারলেই আমার স্বার্থকতা৷
বইটির প্রকাশক চন্দ্রবিন্দু প্রকাশন ও বইটির প্রচ্ছদ তৈরি করেছেন আল নোমান।
মেলায় চন্দ্রবিন্দু প্রকাশন-এর ২৮৬ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও বইটি ঘরে বসে সংগ্রহের জন্য যোগাযোগ করতে হবে চন্দ্রবিন্দু প্রকাশন এর ফেইসবুক পেইজে ৷
লাস্টনিউজবিডি/আখি
সর্বশেষ সংবাদ
- কেউ মরণকামড় দিলে আমরাও প্রতিহত করবো: সেনাপ্রধান
- যৌক্তিক দাবিতে ১০ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে: ইসি
- কমদামি হোটেলে খেয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন: মিতু
- মেয়েরা গোপনে অনলাইনে যে ১০টি জিনিস বেশি সার্চ করে
- ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী
- প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন: টিআইবি